কলকাতা, 14 মে : বাংলার হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট করতে চেয়ে ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী ৷ চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "রাজ্যে 70টি অক্সিজেন প্ল্যান্ট গড়তে চাওয়া হলেও কেন্দ্র মাত্র 4টি অক্সিজেন প্ল্যান্টের অনুমতি দিয়েছে ৷ বাকি প্ল্যান্টের অনুমতি কেন দেওয়া হল না, তাও স্পষ্ট করা হয়নি ৷"
সপ্তাহখানেক আগেই রাজ্যের অক্সিজেনের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল, বাংলায় মেডিকেল অক্সিজেনের চাহিদা বাড়ছে । প্রতিদিন 470 মেট্রিক টন অক্সিজেন লাগছে । আগামীতে তা বেড়ে 550 মেট্রিক টন হতে পারে । বাংলায় যে পরিমাণ অক্সিজেন উৎপাদিত হচ্ছে, তা থেকেই অন্য রাজ্যে পাঠানো হচ্ছে । রোজ বাংলায় 580 মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন, সেখানে মাত্র 308 মেট্রিক টন অক্সিজেন মিলছে ।