কলকাতা, 16 অক্টোবর: মানুষের জন্য যাঁরা ছাদ তৈরি করে দেন তাঁদের অনেকেরই মাথার উপর পাকা ছাদ নেই । এবার তাঁদের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করছে রাজ্য সরকার (Construction Workers) । বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলায়, যেখানে সবচেয়ে বেশি মানুষ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত । এছাড়া কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, নদিয়া, দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলি জেলার মানুষেরাও বাংলা ও বাংলার বাইরে নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত (WB State Government) । কেরল, তামিলনাড়ু, মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক, তেলেঙ্গানার মতো রাজ্যে বছরভর কাজ করেন তাঁরা । দেশের বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানগুলিতে বাংলার শ্রমিকদেরই সংখ্যাই বেশি । তাঁদের হাতের কাজ, কারিগরি দক্ষতা সব কিছুরই যথেষ্ট চাহিদা রয়েছে । কিন্তু কোভিডকালে জীবন-জীবিকা হারিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষেরাই (Free Housing Scheme) ।
জানা গিয়েছে, শ্রম দফতরের শ্রমিক কল্যাণ বোর্ড নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনা খরচে বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । শ্রম দফতর সূত্রে খবর, রাজ্যে প্রায় 40 লক্ষ নির্মাণ শ্রমিক এখনও পর্যন্ত বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার পোর্টালে নাম লিখিয়েছেন । তাঁদের মধ্যে সাড়ে 17 লক্ষের আধার-সহ যাবতীয় নথি আপ-টু-ডেট করা আছে । সে কারণেই এই নির্দিষ্ট সংখ্যার নির্মাণ শ্রমিককেই এই সুবিধা দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য । যাদের আঁধার আপ-টু-ডেট রয়েছে, তাঁরা এই পাকা বাড়ি পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানা গিয়েছে ।