কলকাতা, 15 সেপ্টেম্বর : রাজ্য বিধানসভাগুলির মর্যাদাহানি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে অধ্যক্ষদের সম্মেলনে একরাশ ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বুধবার অধ্যক্ষদের সম্মেলনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে তিনি সরব হয়েছেন ৷
আজ তিনি বলেন, ‘‘যখন কোনও লোকসভার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হয়, তখন অধ্যক্ষের অনুমোদন নিতে হয় । এটাই সংসদীয় বা পরিষদীয় রাজনীতির নিয়ম । কিন্তু বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ছবি । এখানে কোনও সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে । অন্য জায়গা থেকে অনুমোদন নেওয়া হচ্ছে ।’’ এই ঘটনা বিধানসভার মর্যাদার পরিপন্থী বলে তিনি মনে করেন বলেও জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুন :Arjun Singh : বোমাবাজির জের, অর্জুন সিংকে ‘জেড’ ক্য়াটেগরির নিরাপত্তা কেন্দ্রের
পাশাপাশি বিধানসভাকে এড়িয়ে বিধানসভার বিচারাধীন বিষয় নিয়ে যেভাবে আদালতে চলে যাওয়া হচ্ছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি । এ প্রসঙ্গে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যেসব বিষয়ের বিচার বিধানসভাতেই সম্ভব, সেই সমস্ত বিধানসভার বিষয় নিয়ে কেউ কেউ আদালতে চলে যাচ্ছেন । এবং আদালত এই সব বিষয়গুলি বিচারের জন্য গ্রহণ করছে । এ ধরনের ঘটনায় সংসদীয় ব্যবস্থা কার্যত বিপন্ন হওয়ার পথে ৷ এই নিয়ে বিস্তারিত আলোচনা দরকার ৷ তিনি মনে করেন, যে কোনও মূল্যে আইনসভার মর্যাদা রক্ষা করতে হবে ।
এদিন রাজ্যপালের ভূমিকা নিয়েও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে সরব হয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । প্রসঙ্গত, এর আগেও অধ্যক্ষদের সম্মেলনে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় । সে সময় তাঁর অভিযোগ ছিল, অকারণে বিধানসভায় পাশ হওয়া বিলগুলি আটকে রাখছেন রাজ্যপাল । তিনি এও বলেছিলেন, বিধানসভার কাজকর্মে অহেতুক হস্তক্ষেপ করছেন রাজ্যপাল । এদিন কার্যত একই অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ।