কোচবিহার, 5 এপ্রিল : ব্রেকফাস্টে কী খাও বাবু ? উলটো দিক থেকে উত্তর এলো, চা-মুড়ি। আর দুপুরে ? কখনও মাছ, কখনও ডিম। তোমাদের খুব কষ্ট হয় না? দৃষ্টিহীন ছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে টুইটে তিনি লেখেন, "ওদের উষ্ণতা আমার মন ছুঁয়ে গেছে।"
খুব কষ্ট হয় না ? দৃষ্টিহীনদের মাঝে আবেগপ্রবণ মমতা - coochbihar
দৃষ্টিহীন ছাত্রীদের সঙ্গে খোলামেলা আলাপচারিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারা কখন সকালের খাবার খায়, কখন দুপুরের খাবার খায়, কী ধরনের খাবার খায় সব কিছু জিজ্ঞাসা করলেন তিনি।
গতকাল মাথাভাঙায় তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর সমর্থনে নির্বাচনী প্রচার সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের রাস্তায় তাঁর চোখে পড়ে দৃষ্টিহীনদের একটি স্কুল। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে স্কুলের সামনে যান। ছাত্রীদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় মাতেন তিনি। তারা কখন সকালের খাবার খায়, কখন দুপুরের খাবার খায়, কী ধরনের খাবার খায় সব কিছু জেনে নেন তিনি।
দৃষ্টিহীন ছাত্রীদের সঙ্গে আাপচারিতা সেরে ফের গাড়িতে ওঠেন তৃণমূল সুপ্রিমো। ফিরে যান কলকাতায়। পরে পুরো ঘটনার ভিডিয়ো টুইট করেন। লেখেন, "ওদের উষ্ণতা আমার মন ছুঁয়ে গিয়েছে।"