পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

WB Municipal Election : আদালতের শুনানির পরই পুরভোটের চূড়ান্ত নির্ঘণ্ট ঘোষণা - Kolkata Municipal Election

হাওড়া-কলকাতা পুরভোটের চূড়ান্ত নির্ঘণ্ট পেতে অপেক্ষা করতে হবে আদালতের রায়ের ৷ রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হলেই ঘোষণা করা হবে পুরভোটের দিনক্ষণ ৷

WB Municipal Election
WB Municipal Election

By

Published : Nov 20, 2021, 9:09 AM IST

কলকাতা, 20 নভেম্বর : কলকাতা ও হাওড়া পৌরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি দ্রুত জারি করা হতে পারে বলে মনে করছে ওয়াকিবহালমহল । তবে সেই সিদ্ধান্ত এখনও নির্ভর করছে কলকাতা হাইকোর্টের শুনানির উপর । কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বাচন সংক্রান্ত যে মামলা চলছে তার শুনানি শেষ হলেও ঘোষণা করা হতে পারে পুরভোটের দিনক্ষণ । এমনটাই রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ।

তবে এখনও নির্বাচন সূচি ঘোষণা না হলেও ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কমিশন । যাতে একবার বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ভোট করাতে কোনও রকম সমস্যা না হয় । ভোট নিয়ে ইতিমধ্যেই হয়েছে কয়েক দফা বৈঠক । সম্প্রতি প্রথম দফায় প্রশাসনিক বৈঠকও হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে ।

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট করাতে সব দিক দিয়ে প্রস্তুত কমিশন । রাজ্য সরকারের তরফে সবুজ সংকেত মিললেই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হবে । যেকোন সময় ভোট ঘোষণা হতে পারে বলে রাজ্য কমিশনকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে । সেই মতো জেলা শাসকদেরও তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।

জাতীয় নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী কলকাতা ও হাওড়ার ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত রয়েছে । কলকাতা পুরসভার মোট ভোটার সংখ্যা 40 লক্ষ 48 হাজার 352 । হাওড়ার মোট ভোটার হাওড়া 9 লক্ষ্য 38 হাজার 877 । তবে এই সংখ্যা কিছুটা বাড়তে পারে ।

আরও পড়ুন : Municipal Election : পৌরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ যেতে পারেন প্রবীণ ও অসুস্থ কাউন্সিলররা

ABOUT THE AUTHOR

...view details