কলকাতা, 27 অগাস্ট : সেপ্টেম্বরে আপাতত 3 দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ৷ ওই তিনদিন রাজ্যে বিমান চলাচল বন্ধ রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাল নবান্ন ৷ গতকাল কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের সচিবকে চিঠি লিখলেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷
সেপ্টেম্বরের 7, 11 এবং 12 তারিখ রাজ্যে সম্পূর্ণ লকডাউনের কথা গতকাল ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই তিনদিন রাজ্যে বিমান ও ট্রেন চলাচল বন্ধের কথাও জানান ৷ এই নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের সচিব পি এস খারোলাকে চিঠি পাঠালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ৷
কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রকের সচিবকে অনুরোধ জানিয়ে চিঠিতে তিনি লেখেন, সেপ্টেম্বরের লকডাউনের ওই তিনদিন যাতে কোনও বিমান রাজ্যে ওঠানামা না করে, তা নিশ্চিত করুন ৷
গতকাল মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, যে ছয়টি শহর থেকে রাজ্যে বিমান চলাচলে বিধিনিষেধ আছে, তা আংশিক তুলে নেওয়া হবে ৷ চিঠিতে সেই প্রসঙ্গটিও উল্লেখ করেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব ৷ জানান, দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমেদাবাদের সঙ্গে যোগাযোগকারী বিমানগুলির উপর বিধিনিষেধ আংশিক প্রত্যাহার করা হবে 1 সেপ্টেম্বর থেকে ৷ সপ্তাহে তিনদিন ওই ছয় শহর থেকে বিমান রাজ্যে আসতে পারে ৷
রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ সংক্রমণ মোকাবিলায় অগাস্টে 7 দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য ৷ আর সেপ্টেম্বরে এই 3 দিন ছাড়া আরও কোনও লকডাউন হবে কি না, তা 20 সেপ্টেম্বরের পর জানানো হবে ৷