পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Adhikari: শুভেন্দুকে নেতাইয়ে ঢুকতে বাধা, ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখতে সময় চাইল রাজ্য - হাইকোর্টে শুভেন্দুর নেতাই মামলা

গত 7 জানুয়ারি লালগড়ের নেতাই (Netai) গ্রামে শহিদ স্মরণ অনুষ্ঠানে যাওয়ার পথে বাধা পান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari not allowed to enter in Netai) ৷ এরপরেই পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা রুজ হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷

Suvendu Adhikari netai case
ETV Bharat

By

Published : Sep 16, 2022, 7:44 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: কয়েকমাস আগে শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে ঢুকতে বাধা (Suvendu Adhikari not allowed in Netai) দেওয়ার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি'র বিরুদ্ধে দ্বিতীয়বার আদালত অবমাননার অভিযোগ উঠেছে । ঘটনাস্থলের যে ভিডিয়ো ফুটেজ দেখে এর আগে ডিজি-সহ অন্য আধিকারিকদের শো-কজ করেছিল হাইকোর্ট (Calcutta High Court), সেই ফুটেজ খতিয়ে দেখার জন্য শুক্রবার আরও সময় চাইলেন রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার ফের শুনানি এই মামলার।

এদিন মামলার শুনানিতে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানান, 7 জানুয়ারির যে ভিডিয়ো ফুটেজ আদালতে জমা পরে তা থেকে স্পষ্ট, পুলিশ বিরোধী দলনেতাকে কখন শহিদ বেদীতে মালা দিতে ঢুকতে দেবে সেটা বলেনি । এমনকী সেখানে উপস্থিত পুলিশ অফিসারদের কথাবার্তায় কোনও ভদ্রতা, সৌজন্য বা নমনীয়তা দেখা যায়নি।

আরও পড়ুন: ব্যাঙ্কক যাওয়ার অনুমতি মিলল না অভিষেকের শ্যালিকা মেনকার

এরপর রাজ্যের অ্যাডভোকেট জেনেরাল সুপ্রিম কোর্টের বহু রায় দেখিয়ে, এই আদালত অবমাননার অভিযোগ খারিজের দাবি করেন। শুধু আইন-শৃঙ্খলা রক্ষার জন্যেই পুলিশ সেদিন শুভেন্দু অধিকারীকে ওই সময়ে নেতাই যেতে দেয়নি বলে দাবি করেন এজি । একইসঙ্গে তাঁর বক্তব্য, একজন নাগরিকের দেশের যে কোনও প্রান্তে যাওয়ার ক্ষেত্রে কোন আইনি বাধা নেই বা তার জন্য বিশেষ অনুমতি দরকার নেই, নিরাপত্তার কারণেই সেদিন শুভেন্দু অধিকারীকে ওই সময় নেতাই যেতে নিষেধ করা হয়েছিল ৷

আরও পড়ুন:নবান্ন অভিযানে গ্রেফতার বহু বিজেপি কর্মী, হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

উল্লেখ্য, গত 7 জানুয়ারি লালগড়ের নেতাই (Netai) গ্রামে শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগদানের কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ৷ কিন্তু, সেদিন নেতাই যাওয়ার পথে শুভেন্দুর পথ আটকায় পুলিশ ৷ হয় শুভেন্দুর সঙ্গে বচসা ৷ শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, হাইকোর্টের অনুমতি থাকা সত্ত্বেও তাঁকে পুলিশ নেতাই যেতে বাধা দিয়েছে ৷ এরপরেই কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা রুজু হয় পুলিশের বিরুদ্ধে (Suvendu Adhikari not allowed to enter in Netai on 7 January) ৷

ABOUT THE AUTHOR

...view details