পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Group-D Recruitment Board : গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করছে রাজ্য, নিয়োগ হবে এসএসসি'র মাধ্যমে - wb govt decides to abolish group d recruitment board

এই সিদ্ধান্ত কার্যকর করার আগে রাজ্য বিধানসভায় এই নিয়ে একটি রিপিল বিল আনতে হবে সরকার পক্ষকে । 2015 সালে তৈরি হয়েছিল গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড (Group-D Recruitment Board ) ৷

wb group d recruitment board
গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল

By

Published : Jun 6, 2022, 4:32 PM IST

কলকাতা, 6 জুন : গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে (WB Govt decides to abolish Group D Recruitment Board )। 2015 সালের নভেম্বর মাসে রাজ্য সরকারের তরফে বিধানসভায় বিল এনে গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠন করা হয় । সাত বছরের মাথায় সেই গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ডকেই এবার তুলে দিচ্ছে রাজ্য সরকার ।

নবান্ন সূত্রে, এই বোর্ড গঠনের পর প্রায় 6000 গ্রপ-ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । তার মধ্যে সাড়ে পাঁচ হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগ হয়েছিল বিভিন্ন সরকারি দফতরে । কিন্তু তারপর, বহুদিন আর নয়া কোনও নিয়োগ হয়নি এই বোর্ডের মাধ্যমে ৷ অতীতে এই বোর্ডের মাধ্যমে যে সমস্ত নিয়োগ হয়েছে তা নিয়েও বিতর্কও তৈরি হয় ।

আরও পড়ুন : এবার কৃষি-স্বাস্থ্য-বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্যও মুখ্যমন্ত্রী

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবার থেকে সরকারের বিভিন্ন দফতরের গ্রুপ-ডি বিভাগে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন । রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থার উপরই আপাতত গ্রুপ-ডি কর্মী নিয়োগের ভার বর্তাচ্ছে ৷ তবে এই সিদ্ধান্ত কার্যকর করার আগে রাজ্য বিধানসভায় এই নিয়ে একটি রিপিল বিল আনতে হবে সরকার পক্ষকে । সেই রিপিল বিলের মাধ্যমে বিধানসভার অনুমতি নিয়েই গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করা হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details