কলকাতা, 23 ডিসেম্বর : ফের টুইট পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের ৷ এবার টুইট করে তিনি বোঝালেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে সাংবিধানিক সম্পর্কের বিষয় (wb governor jagdeep dhankhar tweets to teach mamata banerjee about essence of constitutionalism) ৷ টুইটে তিনি লিখেছেন, ‘‘রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে সহযোগিতা ও আলোচনা হল সাংবিধানিকতার সারমর্ম ৷’’ তাঁর মতে, দুই পক্ষই মানুষের সেবার জন্য কাজ করে ৷
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিষয় নিয়ে রাজ্যের কাছে জবাব চেয়েছেন রাজ্যপাল ৷ কিন্তু কোনও বিষয়েই তিনি উত্তর পাননি ৷ পেগাসাস কমিশন নিয়ে রাজ্যের মুখ্যসচিবের জবাব চেয়েছিলেন তিনি ৷ সেই উত্তর না পেয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তার পরও রাজ্য সরকারও নীরব ৷