কলকাতা, 12 জানুয়ারি : স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে কবিগুরুর কবিতার লাইন তুলে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar tweets on Swami Vivekananda Birth Anniversary) ৷ তবে শুধু সেটাই নয়, তার সঙ্গে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ ৷ টুইটে উল্লেখ করেন যুব ও ক্রীড়া মন্ত্রককেও ৷
12 জানুয়ারি স্বামীজির জন্মদিনে পালিত হয় জাতীয় যুব দিবস ৷ সেই উপলক্ষেই একটি টুইট করেন রাজ্যপাল ৷ লেখেন, স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসে যুব ও ক্রীড়া মন্ত্রকের কাছে তরুণদের জন্য সুযোগ কামনা করি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের সম্ভাবনা এবং তাঁদের প্রতিভাকে পুরোপুরি কাজে লাগান ৷
শেষে রবীন্দ্রনাথের কবিতার লাইন "চিত্ত যেথা ভয়শূন্য" উল্লেখ করে রাজ্যপাল যুবদের শুভেচ্ছা জানান ৷ লেখেন, মন ভয়হীন এবং মাথা উঁচু করে পারিপার্শ্বিকের থেকে আশীর্বাদ গ্রহণ করুন ৷