কলকাতা, 29 ডিসেম্বর : জিটিএ নিয়ে ফের সরব হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় (WB Governor Jagdeep Dhankhar) ৷ তাঁর দাবি, পাহাড়ের স্বশাসিত এই সংস্থা জিটিএ (GTA) বা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্য়াডমিনিস্ট্রেশনে (Gorkhaland Territorial Administration) চূড়ান্ত অব্যবস্থা চলছে (Bengal guv says Hills council in mess) ৷ তাই এই নিয়ে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন (WB Governor Jagdeep Dhankhar seeks report about GTA from its administrator) ৷
রাজ্যপাল বুধবার এই নিয়ে টুইট করেন ৷ সেই টুইটে তিনি ট্যাগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) ৷ আর জিটিএ-র অডিট না করানো নিয়ে রাজ্য সরকারকে তোপ দেগেছেন ধনকড় ৷ জিটিএ দুর্নীতির আখড়া হয়ে গিয়েছে বলেও তিনি অভিযোগ করেন (GTA den of corruption) ৷