পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dhankhar on BSF Issue : বিএসএফ ও পুলিশের মধ্যে সমন্বয়ের নির্দেশ রাজ্যপালের - BSF Police Coordination

শনিবার বিকেলে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ৷ সেখানেই তাঁদের বিএসএফ ও পুলিশের মধ্যে সমন্বয়ের নির্দেশ দেন রাজ্যপাল (wb governor jagdeep dhankhar says to government to ensure cooperative coordination between bsf police) ৷

wb governor jagdeep dhankhar says to government to ensure cooperative coordination between bsf police
Dhankhar on BSF Issue : বিএসএফ ও পুলিশের মধ্যে সমন্বয়ের নির্দেশ রাজ্যপালের

By

Published : Dec 11, 2021, 7:35 PM IST

Updated : Dec 11, 2021, 8:50 PM IST

কলকাতা, 11 ডিসেম্বর : বিএসএফের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করুক রাজ্য পুলিশ (wb governor jagdeep dhankhar says to government to ensure cooperative coordination between bsf police) ৷ শনিবার রাজ্য সরকারকে এই নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

এদিন বিকেলে তিনি ডেকে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে ৷ তাঁদের তিনি এই নির্দেশ দেন ৷ পরে টুইট করে বিষয়টি উল্লেখ করেন রাজ্যপাল ৷

প্রসঙ্গত, বিএসএফের কাজের এক্তিয়ার কেন্দ্রীয় সরকারের তরফে বৃদ্ধি করার পর থেকে বিতর্ক শুরু হয় ৷ এই নিয়ে আপত্তি তোলে রাজ্য সরকার ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে বিএসএফের নজরদারির নির্দেশ দিয়েছেন ৷ বিএসএফ এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে কি না, সেদিকে নজর রাখতে বলেছেন তিনি ৷

এই ইস্যুতে ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই নিয়ে তিনি চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন ৷ তার পর ডেকে পাঠান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকাকে ৷ সেই মতো বিকেলেই রাজভবনে হাজির হন তাঁরা ৷

পরে সেই বৈঠক নিয়ে টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে তিনি উল্লেখ করেন যে ঘণ্টাখানেক তাঁদের বৈঠক হয় ৷ ওই বৈঠকে তিনি ওই দুই আমলাকে বলেন যে বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে সমন্বয় বজায় রাখতে যা যা পদক্ষেপ করা উচিত, তা করতে নির্দেশ দেন ৷ পাশাপাশি সংবিধানের 166 ও 167 ধারার অবমাননার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেছেন ৷ এই নিয়ে চলতি মাসেই রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিবের কাছে ৷

আরও পড়ুন :Jagdeep Dhankhar on BSF: বিএসএফ ও পুলিশের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ রাজ্যপালের

এছাড়া বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়েও রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিবের কাছে ৷ আচার্যকে এড়িয়ে উপাচার্য নিয়োগ হচ্ছে বলে অভিযোগ করেছেন ৷

Last Updated : Dec 11, 2021, 8:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details