পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Dhankhar Writes letter to Mamata : বিএসএফ নিয়ে বক্তব্যে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের - Latest News on BSF

বিএসএফের উপর নজরদারি করতে সম্প্রতি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই বক্তব্য়ে উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এই নিয়ে তিনি চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে (Dhankhar Writes letter to Mamata) ৷

wb governor jagdeep dhaknhar writes to cm mamata banerjee about bsf issue
Dhankhar Writes letter to Mamata : বিএসএফ নিয়ে বক্তব্যে মুখ্যমন্ত্রীকে চিঠি উদ্বিগ্ন রাজ্যপালের

By

Published : Dec 9, 2021, 7:10 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর : বিএসএফ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (wb governor jagdeep dhaknhar writes to cm mamata banerjee about bsf issue) । এই উদ্বেগের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (West Bengal Chief Minister Mamata Banerjee) চিঠি লিখলেন তিনি । সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, বিএসএফের এক্তিয়ার নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ।

ইতিমধ্যেই বিএসএফের কাজকর্মের সীমা 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার পর্যন্ত করেছে কেন্দ্রীয় সরকার (BSF Jurisdiction Increase) । এই নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করে জগদীপ ধনকড় লিখেছেন, মুখ্যমন্ত্রীর অবস্থান যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় জাতীয় সুরক্ষার জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় ৷

এদিনই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Leader of Opposition Suvendu Adhikari) টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিএসএফ নিয়ে সরব হয়েছেন । সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি আশ্চর্য হচ্ছি যে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সংবিধানের প্রতি সত্যিকারের ও আনুগত্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়েও কীভাবে বারবার বিএসএফ-কে অপদস্ত করতে পারেন ! বিএসএফ ঠিক সেটাই করে, যার জন্য তাদের নিযুক্ত করা হয়েছে ।’’ শুভেন্দুর এই বক্তব্যের সুরই কার্যত শোনা গিয়েছে জগদীপ ধনকরের চিঠিতে । সেখানে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রীর অবস্থান যুক্তরাষ্ট্রীয় নীতি এবং জাতীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা রাজ্যপাল জগদীপ ধনকড়ের চিঠি

এখানে উল্লেখ করা প্রয়োজন যে দু’দিন আগেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বিএসএফ এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে কি না, তার উপর নজর রাখতে নির্দেশ দিয়েছিলেন পুলিশ ও প্রশাসনকে ৷ উত্তর দিনাজপুরের গঙ্গারামপুরের এই প্রশাসনিক বৈঠককে উদ্ধৃত করে রাজ্যপাল মূলত বিএসএফ নিয়ে সরকার পক্ষের মনোভাবের বিরোধিতা করেছেন । সেই বিষয়টিই তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন ৷

আরও পড়ুন :CM Mamata on BSF : বিএসএফের উপর নজর রাখতে পুলিশ-প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিএসএফ-এর সীমা বৃদ্ধির সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পর থেকেই লাগাতার এর বিরোধিতা করছে তৃণমূল । শুধু তাই নয়, বিধানসভায় এর বিরুদ্ধে বিল নিয়ে আসা হয়েছে । গোটা বিষয়টি রাজ্যপাল যে ভাল চোখে দেখছেন না এদিনের চিঠির মাধ্যমে তা তিনি স্পষ্ট করে দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details