কলকাতা, 14 মার্চ : আসানসোল এবং বালিগঞ্জ কেন্দ্রে উপনির্বাচন পিছনোর আর্জি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিল রাজ্য ৷ গতবার কোভিডের কারণে সশরীরে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হতে হয়েছিল ছাত্র-ছাত্রীদের । করোনা পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে আসায় শুরু হয়েছে মাধ্যমিক । ফিরেছে চেনা ছবি ৷ আগামী মাসের প্রথমেই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক ৷ কিন্তু উচ্চমাধ্যমিক চলাকালীনই রাজ্যের দু'টি কেন্দ্রে সম্প্রতি উপনির্বাচনের দিন ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। উচ্চমাধ্যমিক চলাকালীন উপনির্বাচন আয়োজনে নারাজ রাজ্য সরকার ৷ তাই নির্বাচন পিছনোর আর্জি জানিয়ে নবান্নের চিঠি গেল কমিশনে (WB government urges Election Commission to revise the bye poll date in Asansol and Ballygunge) ৷
উচ্চমাধ্যমিক চলাকালীন নির্বাচন অনুষ্ঠিত হলে অসুবিধায় পড়বে পরীক্ষার্থীরা। এমতাবস্থায় পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে কমিশনকে পুনর্বিবেচনার আর্জি জানাল স্বরাষ্ট্র দফতর। নির্বাচনের কারণে পরীক্ষার্থীদের যাতে অসুবিধায় না-পড়তে হয়, তাই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে নবান্ন। আগামী ১২ এপ্রিল উপনির্বাচন রয়েছে বালিগঞ্জ এবং আসানসোলে। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর বালিগঞ্জ আসনটি বর্তমানে বিধায়কশূন্য।