কলকাতা, 24 জানুয়ারি :করোনা-আবহে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ৷ শিকেয় উঠছে পড়াশুনা ৷ দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ৷ অভিভাবকদের সিংহভাগ স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে সওয়াল করেছেন ৷ এমতাবস্থায় গুরুত্ব অনুধাবন করে 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প চালু করল রাজ্য শিক্ষা দফতর ৷ পূর্ব পরিকল্পিত সূচি মেনেই সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করলেন নয়া এই প্রকল্পের কথা ৷ আগামী 7 ফেব্রুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প (WB Government launch Paray Shikshalaya project) ৷
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প উদ্বোধনে সোমবার বলেন, "এই প্রকল্পের রূপরেখা তৈরিতে আমরা অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের বিশেষজ্ঞ কমিটি, প্রাথমিক শিক্ষা সংসদে কাজ করছেন এমন বহু সংগঠক এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েছি। আমাদের এই উদ্যোগে ইউনিসেফেও (UNICEF) সামিল হয়েছে।" শিক্ষামন্ত্রী আরও বলেন, "কোভিড বিধিনিষেধ মেনে পাড়ার কোনও খোলা জায়গায় উন্মুক্ত পরিবেশে করোনা সংক্রমণের সুযোগ অনেক কম ৷ এমন জায়গা বেছে নিয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো হবে ৷"