পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Paray Shikshalaya : রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে 7 ফেব্রুয়ারি থেকে 'পাড়ায় শিক্ষালয়'

পূর্ব পরিকল্পিত সূচি মেনেই সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করলেন নয়া এই প্রকল্পের কথা ৷ আগামী 7 ফেব্রুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প (WB Government launch Paray Shikshalaya project) ৷

Paray Shikshalaya
রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে 7 ফেব্রুয়ারি থেকে 'পাড়ায় শিক্ষালয়'

By

Published : Jan 24, 2022, 4:50 PM IST

Updated : Jan 24, 2022, 6:02 PM IST

কলকাতা, 24 জানুয়ারি :করোনা-আবহে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ৷ শিকেয় উঠছে পড়াশুনা ৷ দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ৷ অভিভাবকদের সিংহভাগ স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষে সওয়াল করেছেন ৷ এমতাবস্থায় গুরুত্ব অনুধাবন করে 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প চালু করল রাজ্য শিক্ষা দফতর ৷ পূর্ব পরিকল্পিত সূচি মেনেই সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করলেন নয়া এই প্রকল্পের কথা ৷ আগামী 7 ফেব্রুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে এই প্রকল্প (WB Government launch Paray Shikshalaya project) ৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প উদ্বোধনে সোমবার বলেন, "এই প্রকল্পের রূপরেখা তৈরিতে আমরা অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের বিশেষজ্ঞ কমিটি, প্রাথমিক শিক্ষা সংসদে কাজ করছেন এমন বহু সংগঠক এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েছি। আমাদের এই উদ্যোগে ইউনিসেফেও (UNICEF) সামিল হয়েছে।" শিক্ষামন্ত্রী আরও বলেন, "কোভিড বিধিনিষেধ মেনে পাড়ার কোনও খোলা জায়গায় উন্মুক্ত পরিবেশে করোনা সংক্রমণের সুযোগ অনেক কম ৷ এমন জায়গা বেছে নিয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাস করানো হবে ৷"

আরও পড়ুন : School Reopen In Bengal : সংক্রমণ হ্রাস পেতেই ফের স্কুল খোলা নিয়ে ভাবনাচিন্তা শুরু রাজ্য সরকারের

'পাড়ায় শিক্ষালয়' প্রকল্পে শিশুদের মনোসামাজিক সহায়তা এবং সামাজিক আবেগজনিত শিক্ষায় জোর দেওয়া হবে ৷ এছাড়া স্বাস্থ্য-পরিবেশ এবং ব্যক্তিগত পরিছন্নতা, সংখ্যা শিক্ষার উপরেও বিশেষ জোর দেওয়া হবে। 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্পে ছাত্র-ছাত্রীদের শেখানো হবে গান-নাচ-আবৃত্তিও ৷ এছাড়া আউটডোর এবং ইনডোর গেমসেও বাড়তি নজর দেওয়া হবে। সরকারি, সরকার-পোষিত বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রের 60 লক্ষাধিক ছাত্র-ছাত্রীদের এই প্রকল্পে সামিল করা হবে।

Last Updated : Jan 24, 2022, 6:02 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details