কলকাতা, 15 জানুয়ারি : রাজ্যে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত ৷ হাইকোর্টের গুঁতোয় শনিবারই রাজ্যের চার পৌরনিগম নির্বাচন তিন সপ্তাহ পিছিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ একইদিনে রাজ্যে কোভিড-সংক্রান্ত বিধিনিষেধ বা গাইডলাইনের মেয়াদও বাড়ানো হল ৷ তবে 16-31 জানুয়ারি রাজ্যে যে কোভিড গাইডলাইনের নির্দেশিকা জারি করেছে সরকার, তাতে শিথিলতা আনা হয়েছে কিছু ক্ষেত্রে (WB government announce some relaxations on COVID restrictions) ৷ নয়া বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে বিয়ের অনুষ্ঠান এবং মেলা আয়োজনে ৷
সর্বোচ্চ 200 জন বা ম্যারেজ হলের ধারণক্ষমতার 50 শতাংশ, এর মধ্যে যে সংখ্যাটি কম, ততজনকে নিয়ে আয়োজন করা যাবে বিবাহ সংক্রান্ত অনুষ্ঠান (Marriage related functions shall be allowed with a maximum of 200 people at a time or 50% seating capacity of the hall) ৷ একইসঙ্গে খোলা মাঠে মেলা আয়োজনের ক্ষেত্রে অনুমতি দিল রাজ্য সরকার ৷ তবে কঠোর বিধিনিষেধ মেনেই মেলা আয়োজন করতে হবে বলে গাইডলাইনে কড়া নির্দেশ দেওয়া হয়েছে (fair may be allowed in open air venue in a very restricted manner) ৷