কলকাতা, 27 ফেব্রুয়ারি : নির্বাচনের দিন ঘোষণার পরের দিনই বড়সড় রদবদল রাজ্য পুলিশে ৷ এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল নির্বাচন কমিশন ৷ তাঁর বদলে ওই পদে আনা হল জগ মোহনকে ৷ শনিবার বিকেলে কমিশনের তরফে এই রদবলের কথা জানানো হয়েছে ৷
অন্যদিকে রাজ্যে আরও 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এল । আজ সকালে চিতপুর রেলইয়ার্ডে এসে পৌঁছায় এই 10 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ)। 2021 বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ওয়াকিবহাল মহল মনে করছে, শুধুমাত্র রাজ্যের কয়েকটি জেলা বা এলাকাই স্পর্শকাতর নয়, পুরো রাজ্যটিকে স্পর্শকাতর বলে মনে করা হচ্ছে কমিশনের তরফে । সব মিলিয়ে 125 কোম্পানির মধ্যে 97 কোম্পানি বাহিনী রাজ্যে এসে গেছে ৷