পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নারী দিবসেই দিদির সঙ্গ ছাড়ছেন তিন নারী ? - দলবদল

নারী দিবসের দিনই কি দিদির হাত ছেড়ে পদ্মশিবিরে নাম লেখাচ্ছেন তিন নারী ? জল্পনা অন্তত সেকথাই বলছে ৷ সূত্রের খবর, সোমবার, 8 মার্চ ঘাসফুল ছেড়ে পদ্ম হাতে তুলে নেবেন তৃণমূলের চারবারের বিধায়ক সোনালি গুহ, মালদার হবিবপুরের তৃণমূলের ‘প্রথম’ প্রার্থী সরলা মুর্মু এবং বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দরিপা ৷

west bengal assembly election 2021_Sonali, Sarala and Shampa are in Gerua camp today
নারী দিবসেই দিদির সঙ্গ ছাড়ছেন তিন নারী ?

By

Published : Mar 8, 2021, 12:25 PM IST

কলকাতা, 8 মার্চ : নারী দিবসেই কি ‘বাংলার ঘরের মেয়ে’র হাত ছাড়ছেন তিন নারী ? যোগ দিচ্ছেন নতুন শিবিরে ? জল্পনা অন্তত তেমনটাই ৷ তালিকায় নাম রয়েছে তৃণমূলের চারবারের বিধায়ক সোনালি গুহ, মালদার হবিবপুরের তৃণমূলের ‘প্রথম’ প্রার্থী সরলা মুর্মু এবং বাঁকুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক শম্পা দরিপার ৷ প্রসঙ্গত, সরলার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ রবিবার রাতে জানা যায়, তিনি কলকাতায় আসছেন বিজেপিতে যোগ দিতে ৷ তাই সোমবার সকাল হতেই হবিবপুরে প্রার্থী বদলে ফেলে তৃণমূল ৷ সরলার মুর্মুর জায়গায় প্রার্থী করা হয় প্রদীর বাস্কেকে ৷

সূত্রের খবর, সোমবার 8 মার্চ, অর্থাৎ নারীদিবসের দিনই ‘দিদি’র ছত্রছায়া পরিত্য়াগ করতে চলেছেন এই তিন কন্যা ৷ শোনা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরেই এদিন তাঁরা ঘাসফুল ছেড়ে পদ্মশিবিরে নাম লেখাবেন ৷

বিজেপির দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রার্থীতালিকা ঘোষণা করতেই ক্ষোভের আগুন চড়ছে তৃণমূলের অন্দরে ৷ দলের দীর্ঘদিনের নেতা-কর্মীদের বঞ্চিত করে বহু জায়গাতেই আনকোরাদের ঠাঁই দিয়েছেন মমতা ৷ সেই তালিকায় রয়েছেন মমতার দীর্ঘদিনের সহযোদ্ধা, সহচরী সোনালিও ৷ রয়েছেন বাঁকুড়ার বিদায়ী বিধায়ক শম্পা দরিপা ৷ তাঁদের প্রতি দলের এই ‘বঞ্চনা’ মেনে নিতে পারছেন না টিকিট না পাওয়া নেতা-কর্মীরা ৷ আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে বিরোধী বিজেপি ৷ তৃণমূলের আঙিনায় এতদিন যাঁরা রাজনীতির খেলা শিখেছেন, আজ তাঁদেরই নিজেদের শিবিরে খেলতে নামাচ্ছে বিজেপি ৷ এঁদের কেউ হচ্ছেন প্রার্থী, কেউবা পাচ্ছেন প্রচারের গুরুভার ৷

আরও পড়ুন :টিকিট পাননি, কান্নায় ভেঙে পড়লেন সোনালি

এই বিষয়ে বিজেপির সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাঁরা বিজেপিতে যোগদান করতে চাইবেন, করতে পারবেন। তবে সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয় ৷’’

ABOUT THE AUTHOR

...view details