পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Water Crisis : পাইপ লাইনে ফাটল, দিনভর জল না পেয়ে নাজেহাল কলকাতার একাংশ - Firhad Hakim

সকাল থেকে পানীয় জল না পাওয়ায় ভোগান্তি উত্তর ও মধ্য কলকাতার নাগরিকদের ৷ পৌরনিগমের 64 ডায়ামিটারের একটি পাইপ লাইন ফেটে যাওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে ৷ এই ঘটনায় টালা থেকে অল্প অল্প করে জল সরবরাহ করা হয়েছে, সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৷ গতকাল রাত থেকে পাইপ লাইন সারাইয়ের কাজ চলছে ৷ আজ রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ ৷

water-crisis-in-north-and-center-kolkata
পাইপ লাইনে ফাটল, দিনভর জল না পেয়ে নাজেহাল কলকাতার একাংশ

By

Published : Aug 25, 2021, 8:05 PM IST

কলকাতা, 25 অগস্ট : মঙ্গলবার রাতে ব্যারাকপুর সেনা কনটেনমেন্ট এলাকায় কলকাতা পৌরনিগম (Calcutta Municipal Corporation)-র জলের পাইপ লাইন ফেটে যায় ৷ আর তার জেরে আজ সকাল থেকে জল যন্ত্রণায় ভুগতে হল উত্তর ও মধ্য কলকাতার নাগরিকদের ৷ জলের পাইপ লাইন ফেটে যাওয়ায় সকাল থেকে পানীয় জলের সরবরাহ বন্ধ ছিল ৷ এমনকি বিকেলেও জল পাননি উত্তর ও মধ্য কলকাতার নাগরিকরা ৷ আজ এ নিয়ে কলকাতা পৌরনিগমের মুখ্য় প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, রাতের মধ্যে পাইপ লাইন সারানো হয়ে যাবে ৷ তার পর আগামিকাল সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে ৷

এই পরিস্থিতিতে উত্তর ও মধ্য কলকাতার বাসিন্দাদের জল সরবরাহ করতে টালা ট্যাঙ্কের উপর নির্ভর থাকতে হয় পৌরনিগমকে ৷ সেখান থেকেই অল্প অল্প করে জল সরবরাহ করা হয় ৷ জানা গিয়েছে, কলকাতা পৌরনিগমের ইন্দিরা গান্ধী জল প্রকল্প থেকে টালা পর্যন্ত মোট 6টি ভূর্গভস্থ পাইপ লাইন দিয়ে জল সরবরাহ করা হয় ৷ পৌরনিগমের ওই 6টি জলের পাইপ 64 ডায়ামিটার ৷ এর একটি পাইপ লাইন গতকাল রাতে ফেটে যায় ৷

আরও পড়ুন : Kolkata Municipal Corporation : শহরে অবৈধ নির্মাণ রুখতে কড়া কলকাতা পৌরনিগম, তৈরি হল কমিটি

মঙ্গলবার রাত থেকেই পাইপ লাইন মেরামতির কাজ চলছে ৷ ক্ষতিগ্রস্ত পাইপ লাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সেই সঙ্গে পাশের পাইপ লাইনগুলিও বন্ধ করে রেখে কলকাতা পৌরনিগম ৷ কারণ কোনওভাবে সেই পাইপগুলি ক্ষতিগ্রস্ত হলে, সমস্যা আরও বাড়তে পারে ৷ কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আজ রাতের মধ্যে পরস্থিতি স্বাভাবিক হয়ে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details