কলকাতা, 10 এপ্রিল : গরমের শুরুতেই জল সঙ্কটের আশঙ্কায় ভুগছেন কালিকাপুর গীতাঞ্জলি পার্ক এলাকার বাসিন্দারা (Water Crisis in Kalikapur Geetanjali Park of KMC Area) ৷ যতদিন যাচ্ছে পানীয় জলের সংকট আরও তীব্র হচ্ছে কালিকাপুরে ৷ অভিযোগ, কলকাতা পৌরনিগমের এই এলাকায় কোনও পরিশ্রুত পানীয় জলের লাইন নেই ৷ ফলে একমাত্র ভরসা ভূগর্ভস্থ জল ৷ ডিপ টিউবওয়েলই ওই এলাকার একমাত্র ভরসা ৷ আর সেই জল তুলে বাড়ি বাড়ি পৌঁছে দেয় কলকাতা পৌরনিগম ৷
তবে, মাটির নিচের জলের স্তর ক্রমশ কমতে থাকায় এবার সেই জল পেতে নাকানিচবানি খেতে হচ্ছে এলাকাবাসীকে ৷ গরমের শুরুতেই স্থানীয় বাসিন্দারা জল সংকটের আশঙ্কায় দিন গুনছেন ৷ এই সমস্যার কথা বাসিন্দারা ‘টক টু মেয়র’ কর্মসূচিতে আগেও জানিয়েছেন ৷ সেই অভিযোগের জবাবে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কালিকাপুরে গীতাঞ্জলি পার্ক এলাকায় পরিশ্রুত পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে অন্তত দু’বছর সময় লাগবে ৷
এলাকার বাসিন্দা কুমারেশ মণ্ডল বলেন, ‘‘এই গীতাঞ্জলি পার্ক এলাকায় ধাপা বা গার্ডেনরিচ কোনও জায়গা থেকেই জল আসে না ৷ ফলে ভূগর্ভস্থ জলের উপর নির্ভর করতে হয় ৷ কিন্তু, গরমের সময় মাটির নিচের জলের স্তর এত নিচে নেমে যায় যে চরম ভোগান্তিতে পড়তে হয় ৷ এখানে তিনবার জায়গা পরিবর্তন করতে হয়েছে নলকূপের ৷ আমরা আশঙ্কা করছি ফের নলকূপের সরাতে হলে জল বন্ধ থাকবে মাসখানেক ৷’’