কলকাতা, 11 জুন : মুকুল রায় নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের নামে একটাও খারাপ কথা বললেনি ৷ শুক্রবার বিকেলে যিনি এই সার্টিফিকেট কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তৃণমূল ভবনে মুকুল রায়কে পাশে বসিয়েই সার্টিফিকেট দিলেন মমতা ৷
ফলে এতদিন রাজ্য রাজনীতিতে যে জল্পনা চলছিল, তা আরও খানিকটা ঘনীভূত হতে শুরু করল ৷ সত্যিই কি তাহলে ভোটের আগে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিলেন মুকুল রায় (Mukul Roy) ? বিজেপির ঘরে বসেই কি তৃণমূলের জয়ের রাস্তা খুলে দিয়েছিলেন তিনি ? প্রশ্নগুলো উঠছে, তার কারণ একাধিক ঘটনা ৷
2017 সালের নভেম্বরে বিজেপির সঙ্গে পথ চলা শুরু করেন মুকুল রায় ৷ তার পর তাঁর হাত ধরে একাধিক নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন ৷ বিনোদন জগতের অনেকে নাম লিখিয়েছেন পদ্ম-শিবিরে ৷ অনেককে প্রার্থী করা হয়েছে ৷ কিন্তু উল্লেখযোগ্য ভাবে অধিকাংশই জিততে পারেননি এবারের বিধানসভা ভোটে ৷
আরও পড়ুন :শুভেন্দুর নাম উঠতেই সাংবাদিক বৈঠকে ইতি টানলেন মমতা
কিন্তু অন্য দল থেকে আসা নেতাদের দাপাদাপিতে বিজেপিরে পুরনো কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয় ৷ অনেকেই দলের থেকে মুখ ফিরিয়ে নেন ৷ যা এবারের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরকে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত করেছে ৷ যে যে কারণে বিজেপি এবারের ভোটে হেরেছে, তার মধ্যে অন্যতম পুরনো নেতা-কর্মীদের মধ্যে তৈরি হওয়া অসন্তোষ ৷