কলকাতা, 20 ডিসেম্বর : কলকাতা সহ দক্ষিণবঙ্গের 12 টি জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা । কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর । অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ খানিকটা কম থাকবে আগামী দু'দিন । আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিন রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত থাকবে । দিনে ও রাতে তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে । শীতের জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে ।
উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকবে । কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে দৃশ্যমানতা কম থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।