কলকাতা, 8 মে : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে 'অশনি' সংকেত অন্ধ্র, ওড়িশা এবং বাংলায় ৷ ঘূর্ণিঝড় অশনির গতিপ্রকৃতি উপর কড়া নজরদারি রাখছে হাওয়া অফিস ৷ জারি হয়েছে সতর্কতাও (Warning issued as Asani is set to intensify in the next 12 hours) ৷ যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় অশনি সামলাতে তৎপর দক্ষিণ 24 পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চল, উত্তর 24 পরগনার সুন্দরবন লাগোয়া অঞ্চল এবং পূর্ব মেদিনীপুরের দীঘা সমুদ্রোপকূল এবং তদসংলগ্ন অঞ্চল ৷
Cyclone Asani : 12 ঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি, উপকূলের জেলাগুলিতে জারি সতর্কতা - অশনি ঘূর্ণিঝড়
ঘূর্ণিঝড় অশনির গতিপ্রকৃতি উপর কড়া নজরদারি রাখছে হাওয়া অফিস ৷ জারি হয়েছে সতর্কতাও (Warning issued as Asani is set to intensify in the next 12 hours) ৷ আগামী 12 ঘন্টায় শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে অশনি ৷
আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশাখাপত্তনম থেকে 900 কিমি (দক্ষিণ-পূর্ব) দূরে এবং পুরী থেকে 1040 কিমি (দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব) দূরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরেই অবস্থান করছে অশনি ৷ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে তা ৷ আগামী 12 ঘন্টায় শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি ৷ 10 মে অর্থাৎ, মঙ্গলবার বিকেলে অশনি উত্তর এবং উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে এগিয়ে যাবে ওড়িশা উপকুলের দিকে ৷
বাংলার জেলাগুলির জন্য যে যে সর্তকতা জারি হয়েছে :
- 10-12 মে অশনির জেরে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে উপকূলের জেলাগুলিতে ৷
- পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনায় দু-এক জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
- 10 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরে জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷
- সমুদ্র সৈকত আগামী কয়েকদিন পর্যটক শূন্য রাখতে অনুরোধ করা হয়েছে প্রশাসনকে ৷