কলকাতা, 3 জুলাই:দেখতে দেখতে 11 বছর পার । অবশেষে পঞ্চায়েত ভোটের আগে মজুরি বাড়ল শ্রমিকদের (Wages of Labours Increases)। বিরোধীদের অভিযোগ, পূর্বতন সরকারের আমলে মজুরি বাড়ত 5 বছর অন্তর । কিন্তু তৃণমূল জমানায় দীর্ঘদিন মজুরি না বাড়ায় শ্রমিকদের অবস্থা ক্রমেই খারাপ হয়েছে । অবশেষে পঞ্চায়েত নির্বাচনের আগে হুঁশ ফিরেছে সরকারের ।
উল্লেখ্য, নবান্ন সূত্রে খবর, শ্রমিকদের ন্যূনতম মজুরি অন্তত 10 শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে শ্রম দফতর । এ ব্যাপারে মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ন্যূনতম মজুরি সংক্রান্ত বোর্ডের সিদ্ধান্তের নিরিখে এই পদক্ষেপ করা হয়েছে । এর ফলে কৃষিনির্ভর 16টি পেশার অদক্ষ (আনস্কিলড) শ্রমিকের দৈনিক ন্যূনতম মজুরি বেড়ে হয়েছে 319 টাকা । বর্তমানে যা ছিল 271 টাকা । এর সঙ্গে 1 জুলাই থেকে নতুন মূল্যসূচক অনুযায়ী ডিএ’র হিসেব কষলে তা বেড়ে 347 টাকা হবে । একই ভাবে কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত এই 16টি পেশার অর্ধ দক্ষ (সেমি স্কিলড), দক্ষ (স্কিলড) ও সুদক্ষ (হাইলি স্কিলড) শ্রমিকদের বর্ধিত ডিএ ছাড়াই ন্যূনতম মজুরি দাঁড়াবে যথাক্রমে 351, 386 ও 424 টাকা ।
শিল্পকেন্দ্রিক শ্রমজীবীদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে গোটা বিষয়টি দু'ভাগে ভাগ করা হয়েছে । এর মধ্যে এ জোন শহর ও শিল্পাঞ্চলের । বাকিটা বি জোন । ঠিক হয়েছে, বর্ধিত ডিএ ছাড়াই জোন এ-তে কর্মরত অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং সুদক্ষ শ্রমিকের দৈনিক মজুরি বেড়ে হয়েছে যথাক্রমে 370, 407, 447 এবং 492 টাকা । জোন বি-র ক্ষেত্রে এই হার দাঁড়িয়েছে যথাক্রমে 344, 379, 416 এবং 458 টাকা ।
এ দিকে এই মজুরি তালিকা প্রকাশ্যে আসার পর সিপিএম, বিজেপি এবং কংগ্রেস একযোগে রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় তুলেছে । অন্যদিকে, রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের ভুল নীতির কারণে এমনিতেই সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে । মূলত সামগ্রিক মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখেই এই মজুরি বৃদ্ধি করা হয়েছে ।