কলকাতা, 14 ফেব্রুয়ারি : শিলিগুড়ি মডেল ৷ বাম-কংগ্রেস জোট এই মডেলের ফসল বলে ব্যাখ্যা করতেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ কিন্তু সেই শিলিগুড়িতে এবার মুখ থুবড়ে পড়ল বামেরা ৷ কংগ্রেসকে সঙ্গে নিয়ে 2015 সালে বোর্ড দখল করতে পারলেও, এবার মাত্র চারটি আসনে জিততে পেরেছে তারা ৷
বঙ্গ রাজনীতিতে এক সময় যুযুধান দুই পক্ষ বামফ্রন্ট ও কংগ্রেস যে হাতেহাত মেলাতে পারে, সেই পথ শিলিগুড়িই দেখিয়েছিল ৷ 2015 সালে বামেরা 23টি ও কংগ্রেস চারটি আসনে জিতে বোর্ড গঠন করেছিল বাম-কংগ্রেস জোট ৷ তার পর একের পর এক নির্বাচনে বাম-কংগ্রেস একসঙ্গে লড়াই করেছে ৷ শুধু 2019 সালের লোকসভা ভোটে আসন সমঝোতা হয়নি তাদের মধ্যে ৷
অন্য ভোটগুলিতে সাফল্য তো এসেছিল ৷ কিন্তু তা কাঙ্খিত লক্ষ্যে ছুঁতে পারেনি ৷ 2021-এর বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রস শূন্যতে পৌঁছতেই সেই জোটে পূর্ণচ্ছেদ পড়ে যায় ৷ ফলে ভোটের আগেই শিলিগুড়ি মডেলও ইতিহাস হয়ে যায় ৷ বাম ও কংগ্রেস আলাদা ভাবেই লড়াই করে ৷ আর তৃণমূলের কাছে একেবারে পর্যুদস্ত হতে হল তাদের ৷ বামেরা চারটি আসনে জিতলেও কংগ্রেস জিতেছে মাত্র একটি আসনে ৷