কলকাতা, 21 সেপ্টেম্বর : আগামীকাল কলকাতা পৌরনিগমের দ্বিতীয়বারের জন্য ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করতে চলেছেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । পৌরনিগমের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা । এই প্রথমবার দ্বিতীয়বারের জন্য পৌরনিগমে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হতে চলেছে । কলকাতা পৌরনিগমের তৃণমূল নির্বাচিত কাউন্সিলরদের মেয়াদ শেষ হয় মার্চ মাসে । কিন্তু কোরোনা পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব হয়নি । তাই পৌরনিগমে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করা হয় । আগামীকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম 2021 সালের 31 মার্চ পর্যন্ত পৌরনিগমের দৈনন্দিন পরিষেবা সচল রাখতে বাজেট পেশ করবেন ।
কোরোনার দাপটে পৌর নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। কলকাতা পৌর নিগমের প্রশাসক বসানো নিয়ে বিরোধিতা করে BJP হাইকোর্টে মামলা করে । যদিও হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যায় । আদালত রাজ্য সরকারের পক্ষে রায় দেয় । তারপর থেকেই কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলী দায়িত্ব পালন করে চলেছে । কলকাতা পৌরনিগমে আইন অনুসারে গত মার্চ মাসে ছয় মাসের বাজেট পেশ করেছিল । 1920.08 কোটি টাকার ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেছিলেন ফিরহাদ হাকিম চলতি বছরের মার্চ মাসে । 30 সেপ্টেম্বর সেই ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ শেষ হচ্ছে । আগামীকাল আগামী ছয় মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন ফিরহাদ হাকিম ।