পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাল কলকাতা পৌরনিগমে দ্বিতীয়বারের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ - ফিরহাদ হাকিম

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, নাগরিকদের পৌরপরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে যেটুকু অর্থের প্রয়োজন ঠিক ততটুকুই বাজেট করা হয়েছে । চলতি প্রকল্পগুলি যাতে সঠিকভাবে শেষ হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে ।

কলকাতা পৌরনিগম
কলকাতা পৌরনিগম

By

Published : Sep 21, 2020, 11:53 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : আগামীকাল কলকাতা পৌরনিগমের দ্বিতীয়বারের জন্য ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করতে চলেছেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । পৌরনিগমের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা । এই প্রথমবার দ্বিতীয়বারের জন্য পৌরনিগমে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হতে চলেছে । কলকাতা পৌরনিগমের তৃণমূল নির্বাচিত কাউন্সিলরদের মেয়াদ শেষ হয় মার্চ মাসে । কিন্তু কোরোনা পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব হয়নি । তাই পৌরনিগমে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠন করা হয় । আগামীকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম 2021 সালের 31 মার্চ পর্যন্ত পৌরনিগমের দৈনন্দিন পরিষেবা সচল রাখতে বাজেট পেশ করবেন ।

কোরোনার দাপটে পৌর নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার পর রাজ্য সরকার প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয়। কলকাতা পৌর নিগমের প্রশাসক বসানো নিয়ে বিরোধিতা করে BJP হাইকোর্টে মামলা করে । যদিও হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যায় । আদালত রাজ্য সরকারের পক্ষে রায় দেয় । তারপর থেকেই কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলী দায়িত্ব পালন করে চলেছে । কলকাতা পৌরনিগমে আইন অনুসারে গত মার্চ মাসে ছয় মাসের বাজেট পেশ করেছিল । 1920.08 কোটি টাকার ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ করেছিলেন ফিরহাদ হাকিম চলতি বছরের মার্চ মাসে । 30 সেপ্টেম্বর সেই ভোট অন অ্যাকাউন্টের মেয়াদ শেষ হচ্ছে । আগামীকাল আগামী ছয় মাসের জন্য ভোট অন অ্যাকাউন্ট পেশ করবেন ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন :জমি-বাড়ির যাবতীয় তথ্য মিলবে কলকাতা পৌরনিগমের ওয়েবসাইটে

ইতিমধ্যেই ঘূর্ণিঝড় আমফানের দাপটে তছনছ হয়ে গেছে শহর কলকাতা । আমফান মোকাবিলা ও কোরোনা পরিস্থিতির জন্য কলকাতা পৌরনিগমের কোষাগার থেকে বিপুল অঙ্কের অর্থ ব্যয় হয়েছে । কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন নাগরিকদের পৌরপরিষেবা সঠিকভাবে পৌঁছে দিতে যেটুকু অর্থের প্রয়োজন ঠিক ততটুকুই বাজেট করা হয়েছে । চলতি প্রকল্পগুলি যাতে সঠিকভাবে শেষ হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে ।

আজ কলকাতা পৌরনিগমের প্রাক্তন চেয়ারপার্সন ও সাংসদ মালা রায়ের দপ্তরে এক কর্মীর কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । সেইসঙ্গে জঞ্জাল সাফাই বিভাগের প্রশাসক দেবব্রত মজুমদারের দফতরের এক কর্মীর কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে। আজ কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে এই দুটি বিভাগ আপাতত বন্ধ করে দেয়া হয়েছে । এই ঘর দু'টি জীবাণুমুক্ত করার করার পর খোলা হবে । দপ্তরের পৌরকর্মীদের কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details