পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নবান্নে বিশ্বকর্মা পুজো

সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে নবান্নে হলো বিশ্বকর্মা পুজো ৷ কোরোনা আবহের কারণে এবছর ঠাকুরের ভোগ বিতরণের আয়োজন করা হয়নি ৷

viswakarma pujo
নবান্নে বিশ্বকর্মা পুজো

By

Published : Sep 17, 2020, 9:41 PM IST

কলকাতা, ১৭ সেপ্টেম্বর : কোরোনা আবহে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্নে হলো বিশ্বকর্মা পুজো। সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে পুজোর আয়োজন করল পূর্ত দপ্তর। নিয়ম মেনে পুজা হলেও সংক্রমণ পরিস্থিতির কারণে সকলের জন্য ভোগ প্রসাদ গ্রহণের এলাহি আয়োজন এবারে ছিল না । রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত থেকে পুজো প্রক্রিয়া সম্পন্ন করেন।



প্রতিবছরই ঘটা করে বিশ্বকর্মা পুজো হয় নবান্নে। মন্ত্রী, আমলা, সরকারি কর্মচারী থেকে শুরু করে সাংবাদিক, পুলিশ কর্মী সহ নবান্নে উপস্থিত প্রায় সকলের জন্য বিশ্বকর্মা পুজো উপলক্ষে থাকে এলাহী আয়োজন। এই তালিকায় থাকে সোনা মুগ ডালের তৈরি খিচুড়ি, আলুর দম, সবজি, চাটনি, মিষ্টি সহ নানা পদের খাবার। রীতিমতো কব্জি ডুবিয়ে ঠাকুরের নামে এই এলাহী আয়োজনের প্রসাদ গ্রহণ করেন সকলে। এবারে কোরোনা পরিস্থিতির কারণে আয়োজনে ছন্দপতন ঘটেছে।

সাড়ম্বরে পুজো হলেও সামাজিক দূরত্ব বিধি রক্ষার কারণে হয়নি ঠাকুরের ভোগ বিতরণের আয়োজন। নবান্নের 8 তলায় পূর্ত দপ্তরের তরফ থেকে বিশ্বকর্মার মূর্তি এনে পুজোর আয়োজন করা হয়। রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস বিশেষ তৎপরতা নিয়ে গোটা পুজোর প্রক্রিয়া সম্পন্ন করেন।

ABOUT THE AUTHOR

...view details