কলকাতা, 1 সেপ্টেম্বর : উপাচার্যকে ঘেরাও অবস্থান বুধবার পঞ্চম দিনে পড়েছে ৷ গত শুক্রবার রাত থেকে শুরু হয়েছে এই ঘেরাও ৷ ইতিমধ্যে আচার্যের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশ সুপারের কাছেও নিরাপত্তা চেয়েছেন ঘেরাও থাকা উপাচার্য ৷ এই পরিস্থিতিতে অচলাবস্থা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা বিশ্বভারতী কর্তৃপক্ষের (Visva-Bharati University)।
হাইকোর্টের কাছে বিশ্ববিদ্যালয়ে তরফে আর্জি জানানো হয়েছে, প্রয়োজনে পুলিশ অফিসার নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ জারি করুক আদালত । পাশাপাশি ক্যাম্পাসের স্বাভাবিক ছন্দ ফেরাতে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিক রাজ্য সরকার, সেই আবেদনও জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ।