কলকাতা, 17 অগাস্ট : বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে ভিন্ন সুর রাজ্য-রাজ্যপালে ৷ একদিকে, বিশ্বভারতীতে ক্যাম্পাসের ভিতরে ঢুকে সম্পত্তি নষ্ট করার অভিযোগ তুলছেন রাজ্যপাল ৷ অন্যদিকে রাজ্যপালের মন্তব্যের থেকে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আজ সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আমি চাই না ওখানে কোনও নির্মাণকাজ হোক ৷"
বিশ্বভারতীর পৌষমেলা প্রাঙ্গনকে পাঁচিল দিয়ে ঘেরার চেষ্টায় গতকাল উত্তাল হয় শান্তিনিকেতন চত্বর ৷ এরপর আজ নির্মীয়মাণ পাঁচিল ভেঙে দেন বিক্ষুব্ধ আশ্রমিক, পড়ুয়া, রবীন্দ্র-অনুরাগী মানুষজন । বিশ্বভারতীর অস্থায়ী ক্যাম্প অফিস, পৌষমেলার গেট ভেঙে দেওয়া হয়েছে । JCB মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয় নির্মাণ সামগ্রীও । পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিশ্বভারতীতে ।
এরই মধ্যে আজ সাংবাদিক বৈঠকে বিশ্বভারতী প্রসঙ্গে মুখ খোলেন মুখ্যমন্ত্রী ৷ সাফ জানিয়ে দেন, বিশ্বভারতীতে কোনও নির্মাণকাজ চান না তিনি ৷ বলেন, "নির্মাণকাজের পাহারা দেওয়ার জন্য বেশ কয়েকজন বহিরাগত সেখানে ছিল ৷ পড়ুয়ারা ও বোলপুরের মানুষ এটা পছন্দ করেননি ৷ তাই পড়ুয়ারা ও তাঁদের বন্ধুরা ঘটনার প্রতিবাদ জানান ৷" পড়ুয়া, উপাচার্য ও বোলপুর-শান্তিনিকেতনের কয়েকজন মানুষকে নিয়ে আলোচনায় বসার জন্য বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপারকে নির্দেশও দিয়েছিলেন ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, "আমি চাই না ওখানে কোনও নির্মাণকাজ হোক ৷ প্রাকৃতিক সৌন্দর্য-লালমাটির সৌন্দর্যকে নষ্ট করে দেবে, এমন কোনও নির্মাণকাজ আমি চাই না ৷"
এই সংক্রান্ত আরও খবর :বিশ্বভারতীর উপাচার্যের সশস্ত্র নিরাপত্তারক্ষী তুলে নিল রাজ্য