দমদম, ২০ ফেব্রুয়ারি : ভিসা জাল করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিমানবন্দর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম জইনুদ্দিন আনসারি জানা। সে বিহারের বাসিন্দা।
ভিসা ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১ - Stamp scame case
ভিসা জাল করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বিমানবন্দর থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তি গতকাল সন্ধ্যায় মালয়েশিয়া থেকে কলকাতায় আসে। সেই সময় তার পাসপোর্টের মধ্যে থাকা ভিসা ও ইমিগ্রেশন স্ট্যাম্প দেখে সন্দেহ হয় অভিবাসন দপ্তরের আধিকারিকদের। এরপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
![ভিসা ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2504576-219-c23f7106-2090-4ee0-9741-0985bcf39cdd.jpg)
জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি গতকাল সন্ধ্যায় মালয়েশিয়া থেকে কলকাতায় আসে। সেই সময় তার পাসপোর্টের মধ্যে থাকা ভিসা ও ইমিগ্রেশন স্ট্যাম্প দেখে সন্দেহ হয় অভিবাসন দপ্তরের আধিকারিকদের। এরপরই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দালাল মারফত ভিসা ও স্ট্যাম্প জাল করে দেশে ফিরছিল। এরপর তাকে বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। বিমানবন্দর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে জইনুদ্দিন পুলিশকে জানিয়েছে, একটি দালালচক্র সক্রিয় রয়েছে। যারা কম টাকায় ভিসা পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষকে প্রতারিত করে। এছাড়াও বিদেশে যাবেন এমন মানুষদের নানান ধরনের চোরাচালানের জন্য প্রলোভন দেয়। এক দেশের জিনিস আর এক দেশে পাচার করার একটা বড় চক্র সক্রিয় আছে। মূলত সোনা ও বৈদ্যুতিন সামগ্রী পাচারের করিডর হয়ে উঠেছে কলকাতা বিমানবন্দর। যে দালাল মারফত এই স্ট্যাম্প জালিয়াতির কারবার চলে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।