পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ - calcutta high court

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ৷ আর সেই অভিযোগের ভিত্তিতে অভিনেতাকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করছে মানিকতলা থানার পুলিশ ৷ আজ সকাল 10টা 5 মিনিট থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা ৷

virtual-interrogation-to-mithun-chakraborty-on-charges-of-provocative-remarks-on-election-rally-in-west-bengal
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ

By

Published : Jun 16, 2021, 11:59 AM IST

Updated : Jun 16, 2021, 12:49 PM IST

কলকাতা, 16 জুন : অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ৷ সেই অভিযোগের ভিত্তিতেই আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে মানিকতলা থানার পুলিশ ৷ সকাল 10টা 5 মিনিট থেকে তাঁকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা ৷ সম্প্রতি মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি মানিকতলা থানায় মিঠুনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ৷ যেখানে বিজেপি নেতার বিরুদ্ধে রাজ্যে রাজনৈতিক হিংসায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ করা হয়েছে ৷

প্রসঙ্গত, এ নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন মিঠুন চক্রবর্তী ৷ যেখানে তাঁর বিরুদ্ধে মানিকতলা থানায় দায়ের হওয়া এফআইআর খারিজের জন্য আবেদন করেছিলেন মিঠুন ৷ তবে, হাইকোর্ট সেই আবেদন মঞ্জুর করেনি ৷ 11 জুনের ওই শুনানিতে পাল্টা আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, এফআইআর প্রত্যাহার করা হবে না ৷ অভিনেতা তথা বিজেপি নেতাকে ভার্চুয়ালি পুলিশের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয় ৷

আরও পড়ুন : ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারী অফিসাররা

সেই মতো মানিকতলা থানার তদন্তকারী আধিকারিকরা মিঠুন চক্রবর্তীর কাছে সময় চেয়ে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ৷ তার পরেই আজ সকাল 10টা 5 মিনিট থেকে ভার্চুয়ালি তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা ৷ লালবাজার সূত্রে খবর, এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় কলকাতা পুলিশের কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন ৷ নির্বাচনী প্রচারে মিঠুন চক্রবর্তী তাঁর সিনেমার চর্চিত ডায়লগ ‘‘মারব এখানে, লাশ পড়বে শ্মাশানে’’ বেশ কয়েকটি সভায় বলেছিলেন ৷ সূত্রের খবর, এমনই কয়েকটি মন্তব্যের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন : যে সংলাপে একাত্তুরের মিঠুন আজও মহাগুরু

প্রসঙ্গত, রাজ্যে নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই রাজনৈতিক হিংসার ঘটনা বেড়েছে ৷ শাসক থেকে বিরোধী প্রায় সব দলের নেতা কর্মীরাই কমবেশি আক্রান্ত হয়েছেন ৷ এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত দায়ের হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকও এই রাজনৈতিক হিংসা নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্যের কাছে ৷ এমনকি রাজ্যপাল জগদীপ ধনকড় প্রতিনিয়ত রাজনৈতিক হিংসার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন ৷ এই পরিস্থিতিতে একাধারে বলিউড তারকা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ, বিরোধী বিজেপিকেই কিছুটা ব্যাকফুটে ঠেলে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷

Last Updated : Jun 16, 2021, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details