পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কলকাতায় পেট্রল পাম্পে হামলা, ধরা পড়ল CCTV-তে - পেট্রোল পাম্পে তাণ্ডব

নিউ আলিপুরে সোমবার ভোর রাতে পেট্রল পাম্পে দুষ্কৃতী হামলা ৷ এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

petrol pump
পেট্রোল পাম্পে তাণ্ডব

By

Published : Aug 5, 2020, 6:09 AM IST

কলকাতা, 5 অগাস্ট : সোমবার ভোরে কলকাতায় পেট্রল পাম্পে দুষ্কৃতী হামলা। ঘটনাস্থান নিউ আলিপুর। রাত একটা নাগাদ পেট্রল পাম্পের কাজকর্ম বন্ধ করে শুতে গিয়েছিলেন কর্মীরা। সোমবার ভোরের দিকে পেট্রল পাম্পে বেশ কয়েক জন দুষ্কৃতী তাণ্ডব শুরু করে।

ঘুমন্ত অবস্থায় থাকা পেট্রল পাম্পের কর্মী মলয় গুইন এবং ভবানীপ্রসাদ পালকে বেধড়ক মারধর করা হয়। ভাঙচুর চালানো হয় পাম্পে। ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


CCTV ফুটেজে ধরা পড়েছে এই ঘটনা ৷ সোমবার ভোর রাতে পেট্রল পাম্পে ঢুকে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ওঠে ৷ লালবাজার কন্ট্রোল রুমে ফোন যায় । ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা গিয়েছে ৷ নিউ আলিপুর থানার অন্তর্গত তারাতলা মোড়ে একটি পেট্রল পাম্পে দুষ্কৃতীরা হামলা চালায় ৷ পেট্রল পাম্প বন্ধ হয়ে যাওয়ার পর 3 থেকে 4 জন দুষ্কৃতী পেট্রল পাম্পে আসে ৷ দুষ্কৃতীরা পেট্রল পাম্পের কর্মচারীদের উপর চড়াও হয় ৷ এরই মধ্যে সুযোগ পেয়ে এক কর্মচারী পেট্রল পাম্পের মালিককে ফোনে ঘটনাটি জানান ৷ পেট্রল পাম্পের মালিক লালবাজারের কন্ট্রোল রুমে ফোন করেন ৷ খবর পেয়েই ঘটনাস্থানে আসে পুলিশ। দুষ্কৃতীরা ধরা পড়ে ৷ CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details