কলকাতা, 25 জুন : কসবা ভুয়ো টিকাকরণ কাণ্ডে যাঁদের করোনার টিকাকরণ করা হয়েছিল, তাঁদের টিকা দেওয়ার দায়িত্বভার তুলে নিল কলকাতা পৌরনিগম । বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়েই তাঁদের করোনার টিকাকরণ করবে কলকাতা পৌরনিগম । এ দিন কলকাতা পৌর নিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ জানিয়েছেন, যাঁদের ভুয়ো টিকাকরণ করা হয়েছিল, আজও তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । এখনও পর্যন্ত কেউ গুরুতর আহত হননি । যাঁরা ভুয়ো টিকাকরণ কাণ্ডে প্রতারিত হয়েছেন, তাঁদের দায়িত্ব নিয়ে কলকাতা পৌরনিগম টিকাকরণ করাবে ।
পাশাপাশি তিনি জানিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির ফলকে ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের সঙ্গে ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায় ও দেবাশিস কুমারের নাম দেওয়া থাকলেও তাঁরা কেউই এই ঘটনার সঙ্গে জড়িত নন । কারণ তাঁরা কেউই সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না । কলকাতা পৌর নিগমের সঙ্গে এই দেবাঞ্জন দেবের কোনও যোগসূত্র নেই বলে দাবি করেছেন অতীন ঘোষ । তিনি জানিয়েছেন, তালতলায় যে ফলক নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তা কলকাতা পৌরনিগম ভেঙে দেবে ।
আরও পড়ুন:নবান্নের স্ট্যাম্প জাল করে চাকরির বিজ্ঞাপন, 90 লাখ আত্মসাত্ দেবাঞ্জনের !
দেবাঞ্জন দেব কলকাতা পৌর নিগমের নামে ভুয়ো কাগজপত্র ও পরিচয় পত্র দিয়ে আইসিআইসিআই ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলেছিল । কীভাবে এই অ্যাকাউন্ট খুলেছে দেবাঞ্জন দেব, তা নিয়ে অভিযোগ করে ব্যাংকের বিরুদ্ধে এফআইআর করেছে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌর নিগমের একমাত্র কন্ট্রোলার অ্যান্ড মেইনটেনেন্স ফিনান্স অ্যাকাউন্ট কলকাতা পৌরনিগমের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন । কলকাতা পৌর নিগমের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে ।
আরও পড়ুন :অস্তিত্বহীন ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্টও খুলেছিল দেবাঞ্জন
কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসককে ফিরহাদ হাকিমের সঙ্গে দেবাঞ্জন দেবের ছবি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক । 23 অগস্ট, 2020 সালে ফিরহাদ হাকিমের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন দেবাঞ্জন দেব । সেই ছবির ব্যাখ্যায় অতীন ঘোষ জানিয়েছেন, অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কলকাতার পৌরনিগমকে বেশ কিছু মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয় । অনেকেই সেই সময় এসে ছবি তোলেন । অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের টিমের সঙ্গে দেবাঞ্জন দেবও এসেছিল । তার পরিচয় কলকাতা পৌর নিগমের জানা ছিল ।
ইতিমধ্যেই সারদা ডেভলপমেন্ট মাইক্রো ফিনান্স প্রাইভেট লিমিটেড পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে । এই সংস্থার থেকে টাকা নিয়েই দেবাঞ্জন দেব শহরে টিকাকরণ ক্যাম্প করে।