পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Post Poll Violence : পুলিশ অভিযোগ না নেওয়ায় সিবিআই দফতরে ভিড় ‘আক্রান্ত’দের - মমতা বন্দ্য়োপাধ্য়ায়

পুলিশ অভিযোগ নেয়নি ৷ তাই সিবিআই-এর দফতরে এসে অভিযোগ নথিভুক্ত করাচ্ছেন রাজ্য়ে ভোট পরবর্তী হিংসার ঘটনায় ‘আক্রান্ত’রা ৷ এমনটাই দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ অভিযোগকারীদের আশা, এবার তাঁরা সুবিচার পাবেন ৷

victims lodge complaint at CBI office in post poll violence case
Post Poll Violence : পুলিশ অভিযোগ না নেওয়ায় সিবিআই দফতরে ভিড় ‘আক্রান্ত’দের

By

Published : Sep 8, 2021, 9:43 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : সিবিআইয়ের দফতরে ভিড় বাড়ছে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) শিকার মানুষজনের ৷ সকলেরই অভিযোগ, হিংসার শিকার হওয়া সত্ত্বেও তাঁদের অভিযোগ নথিভুক্ত করেনি পুলিশ ৷ আর সেই কারণেই সুবিচারের আশায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ‘দুয়ারে’ হাজির হচ্ছেন তাঁরা ৷ রোজই ভিড় বাড়ছে বিচার না পাওয়া ‘আক্রান্ত’দের ৷ অন্তত এমনটাই দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷

আরও পড়ুন :Post Poll Violence : ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআইয়ের সঙ্গে ‘পক্ষপাতদুষ্ট’ পুলিশ অফিসার, সরব নিহতের পরিবার

প্রসঙ্গত, রাজ্য়ে ভোট পরবর্তী হিংসার তত্ত্ব আগেই খারিজ করে দিয়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন তৃণমূল সরকার ৷ পাল্টা তথ্য গোপনের অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধীরাও (বিশেষত গেরুয়াশিবির) ৷ তাদের দাবি, ভোট পরবর্তী হিংসার যাঁরা শিকার হয়েছেন, তাঁদের অধিকাংশেরই অভিযোগ গ্রহণ করেনি পুলিশ ৷ সিবিআই-এর দফতরে বাড়তে থাকা ভিড় বিরোধীদের সেই দাবিকেই পোক্ত করছে বলে মত ওয়াকিবহাল মহলের ৷

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগের তদন্ত শুরু করেছে সিবিআই (Central Bureau of Investigation) ৷ ইতিমধ্যেই তদন্তের কাজে জেলায় জেলায় পৌঁছে গিয়েছেন সংস্থার প্রতিনিধিরা ৷ কথা বলেছেন ‘আক্রান্ত’দের সঙ্গে ৷ কিন্তু, এখনও পর্যন্ত তাঁদের পক্ষেও সকলের কাছে পৌঁছানো সম্ভব হয়নি ৷ মনে করা হচ্ছে, সেই কারণেই বাকিরা পৌঁছে যাচ্ছেন সিবিআই-এর কলকাতার দফতরে ৷ তাঁদের আশা, এবার হয়তো সুবিচার পাবেন তাঁরা ৷

সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত 30 থেকে 40 টি পরিবার কলকাতায় এসে অভিযোগ জানিয়ে গিয়েছে ৷ তাদের দাবি, পুলিশ তাদের অভিযোগ নেয়নি ৷ তাই সিবিআই-এর কাছেই নিজেদের নাম, ঠিকানা ‘হিংসার শিকার পরিবার’ হিসাবে নথিভুক্ত করিয়েছে তারা ৷ আগামী দিনে গুরুত্ব বুঝে এইসব পরিবারের দরজায় পৌঁছে যাবেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ প্রয়োজনে অভিযোগকারীদের মূল তদন্তের আওতাভুক্ত করা হবে ৷

আরও পড়ুন :Post Poll Violence : কিছু অভিযুক্তের আগাম আইনি কবচ খারিজ করতে তৎপর সিবিআই

এদিকে, ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে তথ্য চেয়ে পাঠিয়েছেন সংস্থার দিল্লির কর্তারা ৷ ডিআইজি (সিবিআই) অখিলেশ সিংকে দিল্লির কার্যালয়ে তলব করেছেন তাঁরা ৷ রাজ্যে আসা আধিকারিকরা কোন কোন ঘটনার তদন্ত করছেন, মোট কতগুলি এফআইআর দায়ের করা হয়েছে, আরও কতগুলি এফআইআর দায়ের হতে চলেছে, ইত্যাদি সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে দিল্লির পক্ষ থেকে ৷

ABOUT THE AUTHOR

...view details