কলকাতা, 19 অক্টোবর : বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের (Bangladesh Minority Hindu) নিরাপত্তা সুনিশ্চিত করতে সে দেশে প্রতিনিধি দল পাঠাক নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi Government) ৷ এমনই চায় বিশ্ব হিন্দু পরিষদ (Viswa Hindu Parishad) ৷ মঙ্গলবার তাদের তরফে এই দাবি তোলা হল ৷ এদিন ওই সংগঠনের তরফে কলকাতার রানি রাসমণি রোডে সমাবেশ করা হয় ৷ তার পর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার (Bangladesh Deputy High Commission) ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (West Bengal Governor Jagdeep Dhankhar) স্মারকলিপি দেয় তারা ৷
আরও পড়ুন :Bangladesh Violence : বাংলাদেশের ঘটনা মেনে নেওয়া যায় না, উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রী নিশীথের
বিশ্ব হিন্দু পরিষদের মূল দাবি, অবিলম্বে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ প্রতিনিধি দল পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister) ও তাঁর সরকারের উপর চাপ সৃষ্টি করুক, যাতে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার ব্যবস্থা করা হয় ৷ ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাষ্ট্রসংঘকে (United Nations) চিঠি পাঠানো হয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন যে দুর্গাপুজোর অষ্টমীর দিন থেকে বাংলাদেশে হিংসা (Bangladesh Violence) ছড়াতে শুরু করে ৷ একাধিক পুজো মণ্ডপে ভাঙচুর চালানো হয় ৷ একাধিক মন্দিরও ভাঙা হয়েছে বলে অভিযোগ ৷ একাধিক জায়গায় বাড়িতে হামলা হয়েছে ৷ নোয়াখালির ইসকন মন্দিরেও ভাঙচুর করা হয়েছে ৷ একাধিক সংখ্যালঘু হিন্দুর প্রাণ গিয়েছে ৷ আহত হয়েছেন অনেকে ৷