কলকাতা, 7 সেপ্টেম্বর : অসমের পর এবার পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ ৷ গতকাল একটি সাংবাদিক বৈঠকে VHP-র অখিল ভারতী সহ-সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ করে রাজ্য প্রশাসনের সমালোচনা করেন ৷ তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় সংসদে বলেছিলেন বাংলায় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ এখন মুখ্যমন্ত্রী হঠাৎ করেই ভোল বদল করেছেন । ব্যক্তিস্বার্থের জন্য বেশ কিছু অনুপ্রবেশকারীদের রাজ্যে জায়গা দিচ্ছে সরকার ৷ রাজ্য সরকার নাগরিকপঞ্জি বিলকে সমর্থন করেনি ৷ যেভাবে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে, সেভাবেই গোটা দেশে NRC লাগু করতে হবে ৷ "
পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি বিশ্ব হিন্দু পরিষদের
অসমের পর এবার পশ্চিমবঙ্গেও দ্রুত NRC কার্যকর করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ ৷
বিশ্বহিন্দু পরিষদের সাংবাদিক বৈঠক
'হতচিন্তক' নামে 17 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে নতুন সদস্যপদ অভিযান শুরু করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ ৷ রাজ্যে চার লাখ নতুন সদস্য তৈরির টার্গেটও দেওয়া হয়েছে ৷ আগে রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদের 40 হাজার সদস্য ছিল ৷ শচীন্দ্রনাথবাবু জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে জনজাগরণ কর্মসূচি শুরু হচ্ছে । কলকাতায় প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ করা হবে ৷