কলকাতা, 11 ফেব্রুয়ারি : প্রয়াত অভিনেতা ভীষ্ম গুহঠাকুরতা । সত্যজিৎ রায়ের অত্যন্ত পছন্দের অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি ৷ শুক্রবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 73 বছর ৷ জানা গিয়েছে, সম্প্রতি তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন ৷ সংক্রমণ পরে কমলেও, নানা শারীরিক অসুস্থতায় কাবু হয়ে পড়েছিলেন তিনি ৷ ভর্তি করতে হয়েছিল হাসপাতালে ৷ একাধিক অঙ্গ বিকল হয়েই এদিন তাঁর মৃত্যু হয় ৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সম্পর্কে সত্যজিৎ রায় ছিলেন ভীষ্ম গুহঠাকুরতার (veteran actor Bhishma Guhathakurata) মামা । সত্যজিতের 'গণশত্রু', 'শাখা-প্রশাখা'র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল ৷ সন্দীপ রায় পরিচালিত একাধিক ছবিতেও তিনি অভিনয় করেন । হাসপাতালে ভীষ্ম গুহঠাকুরতাকে দেখতেও যান সন্দীপ রায় । নাটকেও অভিনয় করেছেন তিনি । সেই সূত্রেই নজরে পড়ে যান প্রখ্যাত পরিচালক তপন সিংহের ৷ তাঁর ‘রাজা’ ছবিতে অভিনয়ের ডাক পান তিনি । এর পর ‘হারমোনিয়াম’, ‘আতঙ্ক’, ‘অন্তর্ধান’, ‘বৈদুর্য রহস্য’, ‘আদালত ও একটি মেয়ে’, ‘বাঞ্ছারামের বাগান’, ‘আতঙ্ক’ এর মতো ছবিতেও অভিনয় করেন তিনি ।