পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Duare Sarkar : দ্বিতীয় দফায় কলকাতাতেই দুয়ারে সরকারের নামমাত্র শিবির

দুয়ারে সরকারের নামমাত্র শিবির কলকাতায় (Duare Sarkar camps in Kolkata) ৷ কলকাতা পৌর বৈঠক থেকে জানা গিয়েছে, দ্বিতীয় দফায় শহরে এই ক্যাম্প চলেছে নামমাত্র সংখ্যায় ৷

Duare Sarkar phase II
দুয়ারে সরকারের দ্বিতীয় দফা

By

Published : Dec 21, 2021, 7:38 AM IST

কলকাতা, 21 ডিসেম্বর : দ্বিতীয় দফায় কলকাতায় দুয়ারে সরকারের শিবির হয়েছে অনেক কম (Duare Sarkar phase II camps in Kolkata) ৷ পৌর বৈঠকে উঠে এল সেই তথ্য ৷

আগামী 2 জানুয়ারি থেকে ফের শুরু হবে তৃতীয় দফায় দুয়ারে সরকার । প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় শহরে শিবির অনেক কম হয়েছিল । এবার ক্যাম্পের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পৌর প্রশাসন । বার্ধক্য এবং বিধবা ভাতার উপর বিশেষ জোর দেওয়া হবে । সোমবার কলকাতা পৌরনিগমে এই বিষয়ে আধিকারিকদের নিয়ে বৈঠক করেন পৌর কমিশনার বিনোদ কুমার । বৈঠকে ছিলেন বিশেষ কমিশনার তাপস চৌধুরী ।

পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় শহরে ক্যাম্প হয়েছিল 1 হাজার 30টি ৷ তবে দ্বিতীয় দফায় ক্যাম্পের সংখ্যা এক ধাক্কায় নেমে হয় মাত্র 297টি ক্যাম্প । তৃতীয় দফায় যাতে সেই ঘটনা না ঘটে সেদিকে নজর দিতে হবে । বৈঠকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, এমন জায়গায় শিবির করতে হবে যাতে মানুষের আসতে সুবিধা হয় । শিবিরে বেশি করে কাউন্টার খোলার চেষ্টা করতে হবে । যাতে যতটা সম্ভব দ্রুত পরিষেবা দেওয়া যায় । শিবিরে নির্দিষ্ট সময়ে কর্মী-আধিকারিকদের উপস্থিতির উপর জোর দিতে বলা হয়েছে । দেখা গিয়েছে, কর্মী অনুপস্থিত থাকার কারণে বহু ক্ষেত্রে মানুষের হয়রানি বেড়েছে । এমন পরিস্থিতি এড়াতে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে ।

বৈঠকে বার্ধক্য এবং বিধবা ভাতার উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে । দ্বিতীয় শিবিরে শহরে বার্ধক্য এবং বিধবা ভাতা মিলিয়ে 30 হাজার আবেদন জমা পড়েছিল । কিন্তু সেই আবেদনগুলির স্টেটাস রিপোর্ট কোন পর্যায়ে রয়েছে, সেই বিষয়ে কোনও সুস্পষ্ট তথ্য পৌরসভার হাতে নেই । আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার পরও বার্ধক্য ও বিধবা ভাতার টাকা হাতে পাচ্ছেন না বলে অনেকেই অভিযোগ করেন । সেগুলির দ্রুত মীমাংসা করতে হবে ।

আরও পড়ুন : KMC Election 2021 Result : আজ কলকাতা পৌরভোটের ফল, তার আগে ফিরে দেখা গতবারের স্কোরবোর্ড

ABOUT THE AUTHOR

...view details