কলকাতা, 3 জুন : আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হল ‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচি ৷ কলকাতা পৌরনিগমের উদ্যোগে এবং রাজ্য পরিবহণ দফতরের সহযোগিতায় শুরু হল এই পরিষেবা ৷ শহরের বাজার এলাকাগুলি ঘুরে ঘুরে দোকান, ব্য়বসায়ী-সহ বিভিন্ন মানুষকে করোনার টিকা দেওয়া হবে ৷
এদিন পোস্তা বাজার থেকে ‘ভ্যাকসিন অন হুইল’ কর্মসূচির উদ্বোধন করেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷ এই এসি বাসটি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে টিকাকরণ করবে ৷ মূলত বাজারের ব্যবসায়ী, দোকানের কর্মচারী, ট্রাকচালক, খালাসিদের টিকাকরণ করা হবে ৷ প্রতিদিন 300 জনকে টিকা দেওয়া হবে ৷
কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘আজ একটি বাসে ভ্যাকসিন অন হুইল শুরু করা হল ৷ আগামী দিনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে ৷ আজ পোস্তা বাজার থেকে এই কর্মসূচি শুরু হয়েছে ৷ আগামী দিনে শহরের সমস্ত বাজার ও ট্রাক টার্মিনাল, যেখানে মালপত্র লোডিং ও আনলোডিং করা হয়, সেই সব জায়গাতেই টিকাকরণ করা হবে এই ভ্যাকসিন অন হুইল-এর সাহায্যে ৷’’