পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

টিকাকরণে মিলবে কলকাতা লিগে খেলার ছাড়পত্র - টিকাকরণ

23 জুলাই আইএফএ-র গভর্নিং বডির সভা ডাকা হয়েছে । সেখানে আইএফএ এবারের লিগের রূপরেখা সামনে আনবে । তবে করোনার আবহে কলকাতা লিগ আয়োজনে কড়া বিধিনিষেধ থাকবে । এদিকে লোকাল ট্রেন চলছে না । এই অবস্থায় ফুটবলাররা কিভাবে জেলা থেকে খেলতে আসবেন তা নিয়ে অংশগ্রহণকারী দলগুলি চিন্তায় পড়েছে ।

s
s

By

Published : Jul 18, 2021, 10:41 PM IST

কলকাতা, 18 জুলাই : সম্ভবত অগস্ট মাসের 18 তারিখ থেকে কলকাতা প্রিমিয়ার লিগ শুরু করতে চলেছে আইএফএ (IFA) । হাতে রয়েছে মাসখানেক সময় । ফলে অংশগ্রহণকারী 14টি দল যুদ্ধকালীন তৎপরতায় ঘর গোছাতে শুরু করেছে । এর মধ্যে আইএফএ চেয়ারম্যান এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত ইঙ্গিত দিলেন, খেলোয়াড়দের টিকাকরণেই মিলবে লিগে খেলার ছাড়পত্র ৷

23 জুলাই আইএফএ-র গভর্নিং বডির সভা ডাকা হয়েছে । সেখানে আইএফএ এবারের লিগের রূপরেখা সামনে আনবে । তবে করোনার আবহে কলকাতা লিগ আয়োজনে কড়া বিধিনিষেধ থাকবে । এদিকে লোকাল ট্রেন চলছে না । এই অবস্থায় ফুটবলাররা কিভাবে জেলা থেকে খেলতে আসবেন তা নিয়ে অংশগ্রহণকারী দলগুলি চিন্তায় পড়েছে ।

এদিন আইএফএর চেয়ারম্যান এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত বলেন, "আগামী দিনে ট্রেন চলবে ধরে নিয়েই পরিকল্পনা সাজানো হচ্ছে । যদি না চলে তখন অন্য চিন্তা করা যাবে । তাছাড়া ক্লাবগুলো তাদের ফুটবলারদের নিয়ে আসার ব্যবস্থা করবে বলেছে । এখন তো বাস চলছে ৷ অন্য ব্যবস্থা রয়েছে । আমাদের লক্ষ্য কলকাতা লিগ শুরু করা ।"

করোনার তৃতীয় ঢেউয়ের ভ্রুকুটিতে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা আয়োজনের অনুমতি দিয়েছে রাজ্য সরকার । সেই সুযোগ কাজে লাগাতে চাইছে আইএফএ । সুব্রত দত্ত বলেন, "এই বছর ফেডারেশন সন্তোষ ট্রফি করার সিদ্ধান্ত নিয়েছে । সেখানে ফুটবলারদের টিকাকরণ জরুরি । পাশাপাশি সপ্তাহে দু'বার করোনা পরীক্ষা হবে । কলকাতা লিগেও হয়তো সেই পথে হাঁটব আমরা ৷ "

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে সময়সীমা বেঁধে দিল আইএফএ

কলকাতা লিগে ইস্টবেঙ্গল খেলবে কি-না তা নিয়ে ধোয়াশা রয়েছে । 23 জুলাইয়ের গভর্নিং বডির সভার আগে এসসি ইস্টবেঙ্গলকে তাদের অবস্থান জানাতে হবে । আইএফএ ইস্টবেঙ্গল খেলবে ধরে নিয়েই এগোচ্ছে । যদি সত্যিই লাল-হলুদ না খেলে সেক্ষেত্রে আইএফএ-র অবনমনের নিয়ম ঝাড়াই বাছাই করে দেখতে হবে ।

ABOUT THE AUTHOR

...view details