কলকাতা, 28 জানুয়ারি : দীর্ঘদিন ধরে চলা অনশন-আন্দোলনের জেরে 2019 সালে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি মেনে নিয়েছিল রাজ্য সরকার। প্রকাশিত হয়েছিল বেতন বৃদ্ধির সরকারি নির্দেশিকা। অভিযোগ, তারপরেও অব্যাহত রয়েছে বেতন বৈষম্য। পরিস্থিতি এমন হয়েছে যে সিনিয়ররা জুনিয়র শিক্ষকদের থেকে কম বা সমান বেতন পাচ্ছেন। তাই আজ ফের পথে নামল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ইউইউপিডাব্লুএ)। এদিন রাস্তায় নেমে মিছিলের পাশাপাশি বিকাশ ভবনে গিয়ে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের সঙ্গেও দেখা করেন আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধিদল।
বেতন বৈষম্যের প্রতিবাদে আজ ইউইউপিডাব্লুএ-র তরফে সুবোধ মল্লিক স্কয়্যার থেকে ধর্মতলায় শহিদ মিনার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল। সেই ডাকে এদিনের মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় হাজার জন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলায় শহিদ মিনারে পৌঁছে শেষ হয় মিছিল। তারপর সেখানেই হয় প্রতিবাদ সভা।
ইউইউপিডাব্লুএ-র সভাপতি সন্দীপ ঘোষ বলেন, "সারা ভারতবর্ষে প্রাথমিক শিক্ষকদের যোগ্যতামান নির্ধারণ করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। সেই অনুযায়ী বেতন কাঠামো হয়। সেদিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে। আমরা কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর দাবিতে 2017 সাল থেকে লড়াই করে আসছি। 2019 সালের জুলাই মাসে আমরা অনশন করি। অনশনে সরকার বাধ্য হয়ে 2019 সালের 26 জুলাই 3 লাইনের একটা সরকারি নির্দেশিকা প্রকাশ করে। তাতে বলা হয়, ট্রেন্ড শিক্ষকদের গ্রেড-পে 2600 থেকে 3600 হল। নন-ট্রেন্ড শিক্ষকদের গ্রেড-পে 2900 হল। আমরা তারপরে অনশন কর্মসূচি প্রত্যাহারও করে নিই। কিন্তু, পরবর্তীকালে দেখা যায় এই নির্দেশিকার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাতে চরম অন্যায় হচ্ছে আমাদের সঙ্গে। এই বঞ্চনাটা এত বড় যে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত বেতন প্রায় এক হয়ে গেছে। সিনিয়ররা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।"