কলকাতা, 24 জানুয়ারি: হাইকোর্টের নির্দেশে আপার প্রাইমারি স্তরে 14 হাজার 339টি শূন্যপদে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করেছে স্কুল সার্ভিস কমিশন। নতুন করে শুরু এই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত করা হোক আপডেটেড শূন্যপদগুলিও। এই দাবিতে পাঁচদিন ধরে রাজ্য সরকারের দুয়ারে ও বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরলেন আপার প্রাইমারি স্তরে শিক্ষক পদপ্রার্থীরা।
আপডেটেড শূন্যপদে নিয়োগের দাবি, সরকারের দ্বারে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা - deputation
হাইকোর্টের নির্দেশে উচ্চ প্রাথমিক স্তরে 14 হাজার 339টি শূন্যপদে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করেছে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগে আপডেটেড শূন্যপদগুলিও যুক্ত করার দাবিতে পাঁচদিন ধরে সরকারের দ্বারে ও বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরলেন আপার প্রাইমারি স্তরে শিক্ষক পদপ্রার্থীরা।
পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফে সুশান্ত ঘোষ জানিয়েছেন, ''18 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তরে গিয়ে দাবিপত্র পেশ করা হয়েছে। প্রধান দাবি, ঘোষিত 14 হাজার 339টি শূন্যপদের সঙ্গে কমিশনের তরফে হাইকোর্টে জমা দেওয়া 5,001টি এবং বিকাশ ভবন সূত্রে পাওয়া অর্থ দপ্তর অনুমোদিত 5 হাজার 108টি শূন্যপদ যুক্ত করে 2021 সালের 28 ফ্রেব্রুয়ারির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।''
আরও পড়ুন:বাংলার মুখ্যমন্ত্রীকে অপমান করা হলে গায়ে লাগবেই : অধীর চৌধুরি
18 জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে গিয়ে চেয়ারম্যান, সেক্রেটারি ও অ্যাডভাইজ়ারের সঙ্গে দেখা করে চারজন সদস্যের প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে আলোচনার পাশাপাশি দাবিপত্র পেশ করেন চাকরিপ্রার্থীরা। তাঁরা জানিয়েছেন, দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছেন কমিশনের আধিকারিকরা। তারপরের দিনই কালীঘাটে গিয়ে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেন তাঁরা। 20 জানুয়ারি তাঁরা যান বিকাশ ভবনে। সেখানেও দাবিপত্র জমা করেন তাঁরা। 21 জানুয়ারি ই-মেলের মাধ্যমে নবান্নে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে ডেপুটেশন পাঠান। আগামীদিনেও শূন্যপদের সংখ্যা বৃদ্ধির দাবিতে লড়াই চলবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ।