কচুয়া, 23 অগাস্ট : জন্মাষ্টমীতে লোকনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন । কিন্তু, ভিড়ের চাপে আচমকাই মন্দিরের পাঁচিল ভেঙে যায় । শুরু হয় হুড়োহুড়ি । পদপিষ্ট হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন পূণ্যার্থী ৷ ভিড় নিয়ন্ত্রণে না থাকার কারণেই দুর্ঘটনাটি ঘটে । আগামী দিনে যাতে এই দুর্ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য প্রশাসনের সাহায্য নিয়ে চেষ্টা করা হবে । আজ ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে এসে একথা বলেন কচুয়া লোকনাথ মিশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট রণজিৎ চৌধুরি ।
বৃহস্পতিবার রাতের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 ৷ তিনজনের চিকিৎসা চলছে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে । আহতদের মধ্যে এক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক । এই দুর্ঘটনার জেরে 9 জনকে নিয়ে আসা হয় এই হাসপাতালে । তাঁদের মধ্যে দু'জনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয় । চারজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ তিন জনের চিকিৎসা চলছে । এঁদের মধ্যে 11 বছর বয়সি এক কিশোরী দীর্ঘ সময় অচৈতন্য ছিল । বিকেলে তার সংজ্ঞা ফেরে বলে জানিয়েছেন পরিজনরা । তবে, শুক্রবার সন্ধ্যার পরও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। অন্য দু'জনের অবস্থাও আশঙ্কাজনক । তবে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল ।
কচুয়ার লোকনাথ মিশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট রণজিৎ চৌধুরি আজ কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন । এই দুর্ঘটনায় মৃত এবং আহতদের পরিজনদের সঙ্গে কথা বলতে কলকাতার বিভিন্ন হাসপাতালে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, "আমি গতকাল রাত 10টার পর লোকনাথ মন্দির থেকে ফিরেছিলাম । খুব বৃষ্টি হচ্ছিল । রাত 3টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ।''