পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kolkata Metro: আগামী রবিবার কবি সুভাষ মেট্রো স্টেশনে বন্ধ থাকবে আপ প্ল্যাটফর্ম - কলকাতা মেট্রো

আগামী রবিবার কবি সুভাষ মেট্রো স্টেশনে (Kabi Subhash metro station) বন্ধ থাকবে আপ প্ল্যাটফর্ম ৷ পয়েন্টে মেরামতির জন্য স্টেশন বন্ধ থাকবে ৷ আজ এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)৷

up-platform-will-be-closed-next-sunday-at-kabi-subhash-metro-station
আগামী রবিবার কবি সুভাষ মেট্রো স্টেশনে বন্ধ থাকবে আপ প্ল্যাটফর্ম

By

Published : Sep 7, 2022, 8:05 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: 11 সেপ্টেম্বর অর্থাৎ আগামী রবিবার নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশনে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট (3385A) মেরামতির কারণে আপ প্ল্যাটফর্ম বন্ধ রাখা হবে (Kabi Subhash metro station)। আপ প্ল্যাটফর্ম থেকে ওই দিন কোনও ট্রেন ছাড়বে না । কবি সুভাষমুখী ট্রেন ডাউন প্লাটফর্মে এসে দাঁড়াবার পরে, ফের ডাউন প্লাটফর্ম থেকেই আপ ট্রেন অর্থাৎ দমদম ও দক্ষিণেশ্বর অভিমুখে ট্রেন ছাড়বে । আজ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে (Kolkata Metro)।

যদিও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অভিমুখে যাওয়ার দিনের প্রথম আপ ট্রেনটি আপ লাইন থেকেই ছাড়বে । তবে এই কাজের জন্য আগামী রবিবার মেট্রো পরিষেবার সংখ্যা কম করা হবে না ।

আরও পড়ুন:পুজোর কেনাকাটার ভিড় সামাল দিতে বিশেষ মেট্রো পরিষেবা

যদিও মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, যেহেতু সাধারণত রবিবার ট্রেনের সংখ্যা সারা দিনে অনেক কম থাকে, তাই দুটি ট্রেনের মধ্যে ব্যবধানও থাকে অনেকটাই । তাই যাত্রীদের সে রকম সমস্যায় পড়তে হবে না বলেই মনে হয় ।

ABOUT THE AUTHOR

...view details