কলকাতা, 7 সেপ্টেম্বর: 11 সেপ্টেম্বর অর্থাৎ আগামী রবিবার নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ মেট্রো স্টেশনে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট (3385A) মেরামতির কারণে আপ প্ল্যাটফর্ম বন্ধ রাখা হবে (Kabi Subhash metro station)। আপ প্ল্যাটফর্ম থেকে ওই দিন কোনও ট্রেন ছাড়বে না । কবি সুভাষমুখী ট্রেন ডাউন প্লাটফর্মে এসে দাঁড়াবার পরে, ফের ডাউন প্লাটফর্ম থেকেই আপ ট্রেন অর্থাৎ দমদম ও দক্ষিণেশ্বর অভিমুখে ট্রেন ছাড়বে । আজ কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এমনটাই জানানো হয়েছে (Kolkata Metro)।
যদিও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অভিমুখে যাওয়ার দিনের প্রথম আপ ট্রেনটি আপ লাইন থেকেই ছাড়বে । তবে এই কাজের জন্য আগামী রবিবার মেট্রো পরিষেবার সংখ্যা কম করা হবে না ।