পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 5, 2022, 7:08 PM IST

ETV Bharat / city

Golf Green Unnatural Death: শহরে যুবককে পিটিয়ে মারার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ! তদন্তের নির্দেশ নগরপালের

গল্ফগ্রিন থানার বিরুদ্ধে এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল (Unnatural Death of Youth Allegation Against Golf Green Police Station by Family) ৷ পরিবারের তরফে কলকাতার পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে লালবাজার ৷

Unnatural Death of Youth Allegation Against Golf Green Police Station by Family
Unnatural Death of Youth Allegation Against Golf Green Police Station by Family

কলকাতা, 5 অগস্ট: কলকাতা পুলিশের গল্ফগ্রিন থানার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ৷ এক যুবককে থানায় তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে ৷ গত রবিবার ঘটনাটি ঘটেছে আজাদগড়ে ৷ মৃত যুবকের নাম দীপঙ্কর সাহা ৷ এ নিয়ে মৃতের পরিবারের তরফে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছে মৃতের পরিবার (Unnatural Death of Youth Allegation Against Golf Green Police Station by Family) ৷ পাশাপাশি, ডেপুটি কমিশনার (এসএসডি)-কেও চিঠি লিখেছে পরিবারের লোকজন ৷ পুলিশের তরফে যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

লালবাজারের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ এই ঘটনায় গল্ফগ্রিন থানার তদন্তকারী আধিকারিকদের সঙ্গে লালবাজারের শীর্ষকর্তারা কথা বলছেন ৷ বাঘাযতীনের আজাদগড় এলাকায় একটি ঝামেলার অভিযোগে গল্ফগ্রিন থানার পুলিশ গত রবিবার দুপুরে বাড়ি থেকে দীপঙ্কর সাহা নামে ওই যুবককে ডেকে নিয়ে যায় ৷

পরিবার অভিযোগ করেছে, দীপঙ্করের সঙ্গে থানায় দেখা করতে গেলে পুলিশকর্মীরা তাঁদের বাধা দেন ৷ দীপঙ্করের সঙ্গে দেখা করতে না পেরে, তাঁরা ফিরে যান ৷ এক এসআই পদমর্যাদার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দীপঙ্করের ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৷ পরিবারের তরফে কমিশনারকে লেখা চিঠিতে অভিযোগ করা হয়েছে, রাত 9টা নাগাদ গুরুতর আহত অবস্থায় গল্ফগ্রিন থানার পুলিশ দীপঙ্কর সাহাকে রাস্তায় ফেলে রেখে চলে যায় ৷

আরও পড়ুন:একঘরে 'আপত্তিকর' অবস্থায় দেখে পিটিয়ে খুন শাশুড়িকে, হাসপাতালে জামাই

এর পর পরিবারের তরফে সোমবার দীপঙ্করকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় ৷ এর পর তিনি বাড়িতেই ছিলেন ৷ কিন্তু, গতকাল দীপঙ্করের শারীরিক অবস্থার অবনতি হলে, তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, সেখানে চিকিৎসক দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন ৷ গল্ফগ্রিন থানার বিরুদ্ধে দীপঙ্কর সাহাকে খুনের অভিযোগ তুলেছে তাঁর পরিবার ৷ তাঁদের দাবি, দীপঙ্করের বুকে, পীঠে ও ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল ৷ পুরো ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ৷

ABOUT THE AUTHOR

...view details