কলকাতা, 28 জানুয়ারি : রাজারহাট-নিউটাউনের এক ধর্মীয় প্রতিষ্ঠানে রাঁধুনির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য (Unnatural Death of Religious Institutions Cook) ৷ রাঁধুনির মৃত্যুতে সেখানকার এক মহারাজকে হেনস্থার অভিযোগও উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে ৷ স্থানীয়দের অভিযোগ, রোহিত হালদার নামে ওই ব্যক্তিকে মহারাজ নিয়মিত হেনস্থা করতেন ৷ আর সেই কারণেই তিনি নাকি আত্মহত্যা করেছেন ৷ যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
বিধাননগর পুলিশ সূত্রে খবর, আজ সকালে ধর্মীয় ওই প্রতিষ্ঠানের একটি ঘর থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয় ৷ মৃতের নাম রোহিত হালদার, বাড়ি সোনারপুরে ৷ তিনি রাজারহাট-নিউটাউনের ওই ধর্মীয় প্রতিষ্ঠানে রাঁধুনি হিসাবে কর্মরত ছিলেন ৷ আজ সকালে তাঁকে ডাকাডাকি করার পরেও কোনও সাড়া পাওয়া যায় না ৷ তাঁর ঘরের দরজা ভেঙে ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে ৷