পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কোথাও দুর্ঘটনা, কোথাও অস্বাভাবিক মৃত্যু; একদিনে শহরে মৃত 8 - 8 people died in Kolkata in 24 hours

একদিনে কলকাতায় 8 জনের মৃত্যু হয়েছে ৷ তার মধ্যে কয়েকজনের মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে ৷ সবকিছু খতিয়ে দেখছে পুলিশ ৷

ফাইল ফোটো

By

Published : Aug 3, 2019, 8:07 AM IST

কলকাতা, 3 অগাস্ট : কোথাও অস্বাভাবিক মৃত্যু । কোথাও দুর্ঘটনা ৷ গতকাল সারাদিনে দিনে উদ্ধার হল একের পর এক মৃতদেহ । মৃত্যুর এই ঘটনাগুলো বেশিরভাগই শহরের বৃদ্ধ-বৃদ্ধাদের । রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে তাঁদের ।

ঘটনা 1 : গতকাল সকালে টলিগঞ্জে ডায়মন্ডসিটি টাওয়ারের 9তলা থেকে পড়ে মৃত্যু হয় বছর 54-র প্রমোদ জালানের । সকাল 7টা নাগাদ ঘটে এই ঘটনা । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এবং পুলিশের প্রাথমিক তদন্ত বলছে, নিজের ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে যান তিনি । তবে এটি নিছক দুর্ঘটনা নাকি আত্মহত্যার ঘটনা তা নিয়ে চলছে তদন্ত ।

ঘটনা 2: খিদিরপুরের কাল মার্কস সারণির বাড়ি থেকে উদ্ধার হয় দুই ভাইয়ের পচাগলা দেহ । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । 49/5/H/146 কার্ল মার্কস সরণি রোডের এই বাড়িটিতে ঘটে ঘটনা । মৃতদের নাম ত্রিলোকি গুপ্তা (58) ও ভোলা গুপ্তা (53) । ওই ঘর থেকেই অসুস্থ অবস্থায় উদ্ধার হয় বোন শান্তি গুপ্তা । তাঁকে উদ্ধার করে SSKM-এ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় । পুলিশের প্রাথমিক ধারণা, ওই ঘর থেকে কার্বন মনোক্সাইড ব্যাপক ভাবে তৈরি হওয়ার কারণেই এই মৃত্যু । তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরিষ্কার হবে বিষয়টি ঠিক কী ৷

ঘটনা 3: বিজয়গড়ে প্রৌঢ়ার দেহ উদ্ধার । 8/9 বিজয়গড় রোডের বাড়ি থেকে উদ্ধার হয় মায়া দত্তের মৃতদেহ । পরিবারের লোকেদের দাবি, এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই বৃদ্ধা । এর জন্য তাঁর চিকিৎসা চলছিল । পুলিশেরও প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধা ।

ঘটনা 4 : বিধান সরণিতে দুপুরে উদ্ধার হয় বৃদ্ধের দেহ । সুভাষ হকার্স কর্নারে রহস্যজনকভাবে উদ্ধার হয় তাঁর দেহ । ওই মার্কেটের দোকানিরা খবর দেয় পুলিশকে । পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় আর জি কর হাসপাতালে । ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ।

ঘটনা 5 : ঠাকুরপুকুরে বাড়ির সামনে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার । বেহালার আনন্দ নগর এলাকায় দক্ষিণ বেহালা রোডের ঘটনা । স্থানীয়রা কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ৯২ বছরের বৃদ্ধ । তাঁকে স্থানীয় বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । একটি আত্মহত্যা, খুন নাকি নেহাত দুর্ঘটনা তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ঘটনা 6: বিকেলে জগন্নাথ ঘোষ ঘাটের সামনে হঠাৎই ভেসে ওঠে এক বালকের মৃতদেহ । স্থানীয়রা খবর দেন উত্তর বন্দর থানায় । তারপর পুলিশ এসে উদ্ধার করে দেহ । পরে জানা যায় ওই বালকের নাম সাহিল সাউ । কলকাতা পুলিশের ডিজ়াস্টার ম্যানেজমেন্ট গ্রুপ উদ্ধার করে দেহটি ।

ABOUT THE AUTHOR

...view details