কলকাতা, 2 নভেম্বর : কেন্দ্রের পথে হেঁটে আনলক 5-এর জন্য বেশ বিধি নিষেধ জারি করল রাজ্য সরকার । আগামী 30 নভেম্বর পর্যন্ত এই বিধি নিষেধ জারি রাখার কথা নির্দেশিকায় জানিয়ে দিল নবান্ন ।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে আনলক 5-এর জন্য জারি হয়েছে বিশেষ নির্দেশিকা । একই পথে হেঁটে রাজ্যের তরফে নির্দেশিকা জারি করা হল ৷ একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী 30 নভেম্বর পর্যন্ত রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ থাকবে । প্রশিক্ষণ ছাড়া অন্য ক্ষেত্রে খোলা যাবে না সুইমিংপুল । এছাড়া কনটেনমেন্ট জ়োনের বাইরে বেশকিছু পরিষেবা চালু করার কথা ঘোষণা করল রাজ্য সরকার ।