কলকাতা, 3 জুন : শুক্রবার থেকে আবাক পার্কিং ফি নিতে শুরু করছে কলকাতা পৌরনিগম । 23 মার্চ থেকে রাজ্যজুড়ে লকডাউন শুরু হয় । টানা আড়াই মাসের বেশি সময় লকডাউন চলার ফলে শহরজুড়ে পার্কিং ফি নেওয়া বন্ধ হয়ে ছিল । একপ্রকার আর্থিক অবস্থা ফেরাতেই আবার বিভিন্ন পদক্ষেপ করতে শুরু করে দিয়েছে কলকাতা পৌরনিগম ।
সম্পত্তি কর আদায়ের ক্ষেত্রেও নড়েচড়ে বসেছে কলকাতা পৌরনিগম । এবার পার্কিং ফি আবার চালু করা হচ্ছে 5 জুন থেকে । প্রতিবছর পৌরনিগম পার্কিং থেকে 20 কোটি টাকা আয় করে । লকডাউনের জেরে আড়াই মাসে প্রায় 4 কোটি টাকা পার্কিং থেকে লোকসান হয়েছে কলকাতা পৌরনিগমের ।
5 জুন থেকে ফের পার্কিং ফি নেবে কলকাতা পৌরনিগম
কলকাতার কন্টেনমেন্ট জ়োনগুলিতে এখনই পার্কিং পরিষেবা শুরু হবে না। জানালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার ।
KMC
জুনের 5 তারিখ থেকে কলকাতাজুড়ে পার্কিং পরিষেবা স্বাভাবিকভাবেই শুরু হবে হবে বলে আজ জানিয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার । তবে কলকাতার কন্টেনমেন্ট জ়োনগুলিতে এখনই পার্কিং পরিষেবা শুরু হবে না বলে জানিয়েছেন তিনি ।