কলকাতা, 18 অগস্ট : অনেক দিন আগে থেকেই অভিযোগ পাচ্ছিল লালবাজার । অভিযোগ ছিল নাইট পেট্রোলিংয়ে থাকা পুলিশকর্মীরা তাঁদের কর্তব্যে ফাঁকি দিচ্ছেন ৷ সেই সঙ্গে রাস্তায় লরি ও ম্যাটাডোর আটকে ঘুষ নিচ্ছেন বহু পুলিশকর্মী ৷ সেই অভিযোগের ভিত্তিতে এবার অভিনব পদক্ষেপ নিতে চলছে কলকাতা পুলিশের সদর দফতর । আরও বিশেষ করে বলতে গেলে, পদক্ষেপ নিচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র ৷
পেট্রোলিং ডিউটিতে থাকার সময়, বিশেষ করে রাতে কলকাতা পুলিশের আধিকারিকদের উপর নজরদারি শুরু করতে চলেছে লালবাজার ৷ কোন ডিভিশনের, কোন ভ্যান কখন, কোথায় মুভ করছে ? কর্তব্যরত পুলিশকর্মীরা কী করছেন ? এবার সেই সব রেকর্ড রাখবে লালবাজার ৷ কলকাতা পুলিশের সদর দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার রাতের ডিউটিতে ফাঁকিবাজির দিন শেষ ৷
কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রর নির্দেশ মতো, এবার থেকে রাতের ডিউটির সময় কর্তব্যরত পুলিশকর্মীদের জিপ বা ভ্যান নিয়ে রাস্তার সিসিটিভি ক্যামেরার সামনে বা নিচে থাকতে হবে । লালবাজার সূত্রের খবর, কোনও জায়গায় পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার বা অন্য কোনওরকম অভিযোগ উঠলে, সংশ্লিষ্ট রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি যাচাই করা সম্ভব হবে ৷ কর্তব্য়রত পুলিশকর্মীদের কার্যকলাপে কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো যায়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
অভিযোগ অনেক সময় কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় কোনও সমস্যা হলে, বা আইনশৃঙ্খলা জনিত সমস্যা দেখা দিলে, সময় মতো পুলিশ ঘটনাস্থলে আসে না । তার জন্য এলাকার পরিস্থিতি খারাপও হয় । জানা গিয়েছে, মূলত এই দায়িত্ব পালন করবে লালবাজারের ট্র্যাফিক বিল্ডিং । পরিচালনায় থাকবেন কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (ট্র্যাফিক) ও যুগ্ম নগরপাল (সদর) পদমর্যাদার আধিকারিকরা ৷